Oi Dakche Aakash Lyrics Kidnap Movie

Oi Dakche Aakash Lyrics Kidnap Bengali Movie

Song: Oi Dakche Aakash
Movie: Kidnap
Singer: Pawandeep
Lyrics: Raja Chanda
Music: Jeet Gannguli
Starring: Dev, Rukmani Maitra.

Oi Dakche Aakash song is from the bengali movie "Kidnap". This song is sung by Pawandeep & composed by Jeet Gannguli. The lyrics is penned by Raja Chanda.

Oi Dakche Aakash Lyrics in Bengali from Kidnap:


ঐ ডাকছে আকাশ,
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি ।

ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি ।

একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি ।

যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি ।

ঐ ডাকছে আকাশ,
যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি ।

ঐ একমুঠো নীল,
উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি ।

এই ব্যস্ত শহর,
তোর আসার খবর,
দিতে একছুটে আসলো আমায় ।

তোর নামের ফলক,
মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া,
কে আর থামায় ।

একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি ।

যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি ।

নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক ।
উপহার দেবো, চাইছি তোকে ।

রোদ মখমলে দিন,
আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে ।

একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি ।

যদি বাঁচতে বলিস,
সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি ।

Oi Dakche Aakash
Jodi ektu takas
Mone ramdhonu rong enkechi.

Oi ekmutho neel,
Uro hawar michhil
Tor alga sohag mekhechi.

Ekbar aalto chownai
Tor oi khali paaye
Baliaari hoye morechi.

Jodi banchte bolis
Sob mithye nalish.
Ami hazar bochor benchechi.




326404665953066090

TRENDING NOW

326404665953066090