Ke Tomay Korbe Ador Lyrics Ankur Mahamud

Ke Tomay Korbe Ador Lyrics Ankur Mahamud

Song: Ke Tomay Korbe Ador
Album: Chader Alo 3
Singer: Ankur Mahamud
Music & Lyrics: Ankur Mahamud
Starring: Afjal Sujon & Ishana Adrija
Label: Eagle Music

Ke Tomay Korbe Ador song is sung by Ankur Mahamud. He also composed the music. This song is from the album "Chader Alo 3".

Ke Tomay Korbe Ador Lyrics in Bengali:


কি হবে আর দূরে ঠেলে,
যদি ভুলতেই না পারো ।
কি হবে আর অভিনয়ে,
তুমি এবারে সব ছাড়ো ।

কি হবে আর দূরে ঠেলে,
যদি ভুলতেই না পারো ।
কি হবে আর অভিনয়ে,
তুমি এবারে এগুলো ছাড়ো ।

মুশকিলে পড়েছি এসব দেখে
ভালোবাসো কিনা বলো?!

শোনো না, তুমি কি জানো না
হৃদয়ে চলেনা জোড় ।
বলোনা, তুমি কি বোঝোনা
কে তোমায় করবে আদর?!

একবার ভেবেছো কি আমায় ছাড়া
বাঁচবে কেমন করে ।
কাকে দেখাবে এই মান-অভিমান
থাকবে কিসের ঘোরে ।
মুশকিলে আছি তোমার এসব দেখে
কাছে আসবে কিনা এবার বলো ।

শোনো না, তুমি কি জানো না
হৃদয়ে চলেনা জোড় ।
বলোনা, তুমি কি বোঝোনা
কে তোমায় করবে আদর?!

কখনো মন খারাপের খেয়ালে
শুধুই তুমি ছিলে ।
নইলে আমায় কে বাঁচাতো বলো
হারিয়ে যেতাম ভুলে ।
মুশকিলে আছি তোমার এসব দেখে
কাছে আসবে কিনা এবার বলো ।

শোনো না, তুমি কি জানো না
হৃদয়ে চলেনা জোড় ।
বলোনা, তুমি কি বোঝোনা
কে তোমায় করবে আদর?!



326404665953066090

TRENDING NOW

326404665953066090