Toke Khoje Du Chokh Lyrics

Toke Khoje Du Chokh Lyrics


Song: Toke Khoje Du Chokh
Singer: Argha Banerjee
Music: Sujeet Thakur
Lyrics: Soham Banerjee
Starring: Samadrita Paul & Saswata Roy
Presented By: Times Music Bangla

Toke Khoje Du Chokh song is sung by Argha Banerjee. Music is composed by Sujeet Thakur and the lyrics is penned by Soham Banerjee. Samadrita Paul and Saswata are seen to play the lead characters.

Toke Khoje Du Chokh Official Video Song:



Toke Khoje Du Chokh Lyrics in Bengali:


চেনা রোদ, বিকেল, দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ ।
কলতান, রেলিং, এ পরীর ঘুম-শহর
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ ।

আজও সেই আবছায়া ঐ জলছবি
সে তুলি হেসে তোকেই বানায় ।
নুড়ি, পথ, বালি, একলা ক্লান্ত ঢেউ
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ।

তোকে দেখে সেইদিন
রাজপথে উদাসীন ।
ভুলে গেছি শব্দ
কিভাবে যে ডাকবো।

আয়নাতে চেয়ে রয়
দিশেহারা খুঁজে যায় ।
আমি তো চাইবোই
তোকে ছুঁতে পারবো ।

সেই চেনা পথঘাট
সেই পথে বাঁক ধার
সেই বাঁকে শিষ তোর
শুধু যে তোরই ।

চেনা রোদ, বিকেল, দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ ।
চৌকাঠ, গলি, আঁধারের ছায়াপথ
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ ।

আজও সেই আবছায়া ঐ জলছবি
সে তুলি হেসে তোকেই বানায় ।
এই মন বেয়াদপ, নাবিকের কম্পাস
শুধু যে তোকেই খোঁজে দু'চোখ ।


326404665953066090

TRENDING NOW

326404665953066090