Ek Jamuna Lyrics Habib Wahid

Ek Jamuna Lyrics Habib Wahid Featuring Liza

Song: Ek Jamuna
Singer: Liza
Music: Habib Wahid
Lyrics: Faujia Sultana Poly.
Producer: Habib Wahid

Ek Jamuna song is sung by Liza. Music is composed by Habib Wahid. Lyrics is written by Faujia Sultana Poly.

Ek Jamuna Habib Wahid Official Video:



Ek Jamuna Lyrics in Bengali:


এক যমুনা ভালোবাসা দেবো,
তুমি যেওনা ।
নীল রাঙানো বিকেল দেবো,
তুমি যেওনা ।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে ।
আসবে তুমি গোলাপ হাতে-
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে ।

চাঁদ ছুঁতে চাই, আর পারিনা ।
ধরতে যেন সবই মানা ।
বলতে গিয়েও ঠিক পারিনা ।
হয় যে শুধু ভুল নিশানা ।

বৃষ্টি হয়ে মন জাগাবো,
তুমি যেওনা ।
হাজার কথায় মুখোর হবো,
তুমি যেওনা ।
সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে ।
আসবে তুমি গোলাপ হাতে-
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে ।

সাধ থাকলেও, সাধ মেটেনা ।
রং থাকলেও, ছবি হয়না ।
ভাবনা শত, তাল মেলেনা ।
এত ভাবি, কূল মেলেনা ।

মান-অভিমানে সাথী হবো,
তুমি যেওনা ।
খাঁটি সোনার হৃদয় দেবো,
তুমি যেওনা ।

সাঁঝের বেলায় জ্বালিয়ে প্রদীপ,
থাকবো পথ চেয়ে ।
আসবে তুমি গোলাপ হাতে-
সন্ধ্যা-প্রদীপ জ্বালা রাতে ।

এক যমুনা গানের লিরিক্স:


Ek Jamuna bhalobasa debo
Tumi jeona.
Neel rangano bikel debo
Tumi jeona.
Sanjher belay jwaliye prodip
Thakbo poth cheye.
Asbey tumi golap haate
Sandhya prodip jwala raate.

Chand chunte chai, arr parina
Dhorte jeno sobi mana.
Boltey giyeo thik parina.
Hoy je shudhu bhul nishana.

Bristi hoye mon jagabo
Tumi jeona.
Hazar kothai mukhor hobo
Tumi jeona.



326404665953066090

TRENDING NOW

326404665953066090