Ondhokar Lyrics Arman Alif


Ondhokar Lyrics Arman Alif

Song: Ondhokar
Singer: Arman Alif
Lyrics: Ahmed Risvy
Music: Musfiq Litu
Starring: Supto & Nafisa Nupur
Label: Soundtek

Ondhokar song is sung by Arman Alif. Music is composed by Musfiq Litu.


Ondhokar Song Arman Alif Official video:



Ondhokar Arman Alif Lyrics in Bengali:


তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

তোর ভালোবাসার মিথ্যে আশায়,
শুধু দুচোখে জল,
হৃদয়হীনা তোর মনে
ছিলোই শুধু ছল।

আমার আকাশ কালো করে 
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর। 

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে,
ফুলটি আমার সারাজীবন
থাকবে আমার সাথে।

কত চিঠি লিখতি আমায় 
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।

আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।

আমার আকাশ কালো করে 
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর। 

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত 
জল আসতো চোখের পাতায়।

জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত 
আকাশের তারাতে।

আমার মনের ফুলদানীতে 
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস?

আমার আকাশ কালো করে 
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর। 

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

Tor ek kotha tei jibon jure
Namlo ondhokar.
Buker bhetor ekhon amar
Shudhui hahakar.

Tor bhalobasar mithye ashai
Shudhu duchokhe jol.
Hridoyhina tor mone
Chiloi shudhu chol
326404665953066090

TRENDING NOW

326404665953066090