Maya Lyrics Sadman Pappu


Maya Lyrics Sadman Pappu

Song: Maya
Singer: Sadman Pappu
Music: Amzad Hossain
Lyrics: Nirmal Dash
Cast: Ovi & Joy Sree
Label: Dhruba Music Station

Maya song is sung by Sadman Pappu. Music is composed by Amzad Hossain and the lyrics is penned by Nirmal Dash.

Maya song lyrics in Bengali:


তারে দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়। 

দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।

তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো, 
মনের মণিকোঠায়। 

তারে দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।

মনে আমার লেগেছে আজ
সুখের পুবাল হাওয়া,
তাকে ঘিরে এখন আমার
সকল চাওয়া পাওয়া। 

যাও রে হাওয়া উইড়া উইড়া, 
যাও রে হাওয়া উইড়া উইড়া
প্রাণ বন্ধুর ঠিকানায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।

তারে দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।

মন কাড়িয়া মনের মানুষ
থাকে যদি দূরে,
ছটফট করে পরান পাখি
একলা মনের ঘরে। - [ ২ বার ] 

কেমন করে বুঝাই তারে,
কেমন করে বুঝাই তারে
বেঁচে থাকা দায় গো,
বেঁচে থাকা দায়।

তারে দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।

তারে নিয়া স্বপ্ন সাজাই,
তারে নিয়া স্বপ্ন সাজাই
মনের মণিকোঠায়-গো, 
মনের মণিকোঠায়। 

তারে দেখলে লাগে মায়া-গো 
আমার কলিজায়,
মন কাড়িলো ঐ রূপসী, 
চোখের ইশারায়।
326404665953066090

TRENDING NOW

326404665953066090