Kobe Ashbe Lyrics Ishan Mitra
- Song: Kobe Ashbe
- Movie: Mukherjee Dar Bou
- Singer: Ishan Mitra
- Music: Indraadip Das Gupta
- Lyrics: Dipangshu Acharya
- Label: Windows
"Kobe Ashbe" song is sung by Ishan Mitra. This song is from the movie "Mukherjee Dar Bou". The music is composed by Indraadip Das Gupta. Dipangshu Acharya wrote the lyrics.
Kobe Ashbe Lyrics in Bengali:
কবে আসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।
এই আলগা বুকের ভেতর
শুধু ঝরছে আদর, আদর
কে যে ডাকছে আমার কিনারায়
এভাবে ডেকোনা ইশারায় ।
দূরে আকাশ পরীর
জ্বরে পুড়লো শরীর ।
সে তো তারায় জাগে
তারও একা লাগে ।
মেঘে মেঘে অগোছালো ।
কবে আসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।
কাটে দিন বাঁধা গতে
সাহসী বারাত হাঁটে সারারাত
পথে পথে ।
হাসে চাঁদ চেনা ঠোঁটে ।
ছায়ার হরিণ, ভারী অমলিন
কেঁপে ওঠে ।
দূরে আকাশ পরীর
জ্বরে পুড়লো শরীর ।
সে তো তারায় জাগে
তারও একা লাগে ।
মেঘে মেঘে অগোছালো ।
কবে বসবে পাশে
কবে বাসবে ভালো ।
আমি নীলচে ঝিলে নিরালায়
দুচোখে নেভানো জানলায় ।।
Kobe Ashbe Pashe
Kobe basbe bhalo.
Ami nilche jhile niralaay
Duchokhe nebhano janalay.
Ei alga buker bhetor
Shudhu jhorche aador, aador
Ke je dakche amar kinaray
Ebhabe dekona isharay.
Durey akash porir
Jwore purlo shorir.
Sey toh taray jage
Taro eka lagey.
Meghe meghe ogochalo.