Alingone Lyrics Habib Wahid
Song: Alingone
Singer: Habib Wahid
Music: Habib Wahid
Lyrics: Ratim Mir
Cast: Habib Wahid & Muna Gauchan
Alingone song is sung and composed by Habib Wahid. The lyrics is penned by Ratim Mir. Muna Gauchan is seen acting with Habib Wahid in this video.
Alingone lyrics in Bengali Habib Wahid:
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপাল ছোঁবো বলে ।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা ।
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল,
কি করে ভাবো তুমি একা?!
যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া ।
খরতাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া ।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল ।
পুড়ে যাই সুখের সেই অনলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
Neel jochonay jai mishe jai
Tomar kopal chonbo bole.
Dokhin hawai jai bhese jai
Tomar chuley urbo boley.
Bristi hoye nami, tomar uthone ami
Tomar sathe bhijbo bole.
Tomar Alingone mishe jetey chai
Karukaj hoy tomar anchole.