Shunnota Lyrics Arman Alif
Song: ShunnotaSinger: Arman Alif
Music: Sahriar Rafat
Lyrics: Arman Alif
Cast: Rasel Khan, Papiya & Saif
Label: CMV
Shunnota song is sung and penned by Arman Alif. Music is composed by Sahriar Rafat. This is the new Arman Alif song in 2019.
Shunnota Lyrics Arman Alif in Bengali:
শূণ্যতা, কত আমায় ঘিরে
মধ্যরাতে হঠাৎ করে
তাকে মনে পড়ে ।
তোমার সাথে আঁড়ি আমার
সেই কবে থেকে ।
তাই হাসি আমার ছুটি নিয়েছে
খুব যত্ন করে ।
আমি নীরবে কেঁদে কেঁদে
যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম ।
সেই পরিচিত মেসেজের টোন টাও
অচেনা লাগে আজ ।
অচেনা লাগে আমার অতিপ্রিয় সেই
মানুষটার সাজ ।
প্রতিনিয়ত এই মন আমার করে হাহাকার ।
বোকার মতো ভেবে যাই
সেই তুমি কার? তুমি কার?
আমি নীরবে কেঁদে কেঁদে
যারে হাসতে শেখালাম,
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম ।
আমি খুব যত্ন করে
তোমায় হাঁটতে শেখালাম ।
সেই তুমি হেঁটে গেলে
সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম ।
অন্য হাত যার নাম ।
ও মেয়ে, অন্য মানুষ যার নাম ।
সেই পুরনো হওয়া গলির পথটাও
তোমায় খোঁজে আজ ।
কেউ জানলো না রে, আমার তরে
আর মায়া নাই তোমার ।
ঘুমের ঘোরে, ঘুরেফিরে
আজ তোমায় চাওয়া খুব ।
তুমি ভালোই আছো,
ভালোই থাকো ।
আমি হারায় আমার ঘুম ।
Shunnota koto amay ghire
Moddhyo raate hotat kore
Takey mone pore.
Tomar sathe anri amar
Sei kobe kobke.
Tai hasi amar chuti niyeche
Khub jotno kore.
Ami nirobe kende kende
Jare haste shekhalam.
Sei tumi tare basle bhalo
Onnyo manush jar naam.
Sei porichito message er tone tao
Ochena lage aaj.
Ochena lage, amar otipriyo
Sei manush tar saaj.
Proti niyoto ei mon amar
Kore hahakar.
Bokar moto bhebe jai
Sei tumi kar?! Tumi kar?!