Saiyaan Re Lyrics Baccha Shoshur

Saiyaan Re Lyrics Baccha Shoshur

Song: Saiyaan Re
Movie: Baccha Shoshur
Singer: Ishan
Music & Lyrics: Pavel
Cast: Jeet, Koushani, Chiranjit

Saiyaan Re song is from the movie "Baccha Shoshur". This song is sung by Ishan. The music is composed by Pavel.

Saiyaan Re Lyrics in Bengali from Baccha Shoshur:


সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝায় তারে ।
সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝায় তারে ।

আমার দেওয়া সব ক্ষত তে
মরহম দেওয়ার সাধ্য তো নাই ।
বিতে যাওয়া পল গুলো কে
ভুলিয়ে দেওয়ার তাকত তো নাই ।
কসরত আছে হুমম
কসরত আছে
যেন পাই তারে ।
মাঝে নদী, দুইজন দুই পাড়ে ।

সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝায় তারে ।

কী যে করি, কারে বলি
কেমনে আমি এ পথ চলি ।
কিছুই বুঝিনা রে মন ।
বান্দেগি আমার তোকে নিয়ে
ওয়াক্ত নিল সব ছিনিয়ে ।
কেমনি পাহেলি রে মন
কেমনি পাহেলি ।
আমার ফেরার খোয়াইশ আছে
আর্জি নেই কি তোর?
রাতের পরে রাতি কেন
আসবে না কি ভোর?

সাঁইয়া রে, সাঁইয়া রে
কি করে বোঝায় তারে ।
326404665953066090

TRENDING NOW

326404665953066090