Prem Chole Jay Lyrics Ankur Mahamud feat Sadman Pappu
Song: Prem Chole JaySinger: Sadman Pappu
Music: Ankur Mahamud
Lyrics: Karjon Roy
Starring: Zaher Alvi & Priyonty
Label: Eagle Music
Prem Chole Jay song is sung by Sadman Pappu. The music of this song is composed by Ankur Mahamud.
Prem Chole Jay Lyrics in Bengali:
ঐ দেখো ঐ পালকি চড়ে
স্বপ্ন চলে যায় ।
বেনারসী জড়িয়ে সে
দূরের কোনো গাঁয় ।
আমার প্রেম চলে যায়
চলে যায় ।
দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।
পাথর দিয়ে নয়তো গড়া
আমার এ অন্তর ।
আঘাত পেলেই এই মনেতে
ওঠে দারুন ঝড় ।
তবু কেনো ঐ কারিগর
আমারে কাঁদায়?!
আমার প্রেম চলে যায়
চলে যায় ।
দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।
হায়রে, মানুষ আমি, দুঃখ পেলে
কাঁনদে দুই নয়ন ।
মানুষ বলেই দুঃখ পাবো
আমি আজীবন ।
সুখের আশায় প্রিয় মানুষ
দূরে সরে যায় ।
আমার প্রেম চলে যায়
চলে যায় ।
দুঃখ দিয়ে, দিয়ে চলে যায় ।
প্রেম চলে যায় লিরিক্স:
Oi dekho oi palki chore
Swopno chole jay.
Benarasi jorie sey
Durer kono gnaay.
Amar prem chole jay
Chole jay.
Dukkho diye, diye chole jay.
Pathor diye noytoh gora
Amar e ontor.
Aghat pelei ei mone te
Othe darun jhor.
Tobu keno oi karigor amare kandai?!
Amar prem chole jay
Chole jay.
Dukkho diye, diye chole jay.