Nitol Paye Lyrics Prem Amar 2
Song: Nitol PaayeMovie: Prem Amar 2
Singer: Imran Mahmudul
Lyrics & Music: Fuad
Cast: Adrit Roy, Puja Cherry Roy
Music Label: SVF Music
Nitol Paye song is from the movie "Prem Amar 2". This song is sung by Imran Mahmudul. Music is composed by Fuad. He also wrote the lyrics.
Nitol Paaye song lyrics in Bengali:
মন ভাবে তারে, এই মেঘলা দিনে ।
শীতল কুয়াশাতে, তার স্পর্শে । (×2)
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।
চাঁদের অধর যেন
তোমার হাসির মাঝে ।
সোনালী আবেশ কবে
সাগর ধারে ।
হৃদয়ের মাঝে কবে
বেঁধেছিলে বাঁধন ।
কালো বাসা তবে কেন
মনের অগোচরে ।
তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি ।
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি ।
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে ।
Mon bhabe tare, ei meghla dine
Sheetal kuashate, tar sporshe.
Tar rumjhum nupurer saje
Batase jeno mridu subase.
Nitol Paayer rinik jhinik
Payel khani baje.
Madol baje sei songete
Shyama meye nache.
Chander odhor jeno
Tomar hasir majhe.
Sonali abesh kobe
Sagor dhare.
Hridoyer majhe kobe
Bendhechile bandhon.
Kalo basa tobe tobe keno
Moner ogochore.
Tumi ki amay bondhu
Aaj keno bojohoni.
Tumi ki amay bondhu
Keno bhalobasoni.