Ish Debashish Lyrics Anupam Roy

    Ish Debashish Lyrics Anupam Roy

    Song: Ish Debashish
    Singer, Composer, Writer: Anupam Roy
    Label: SVF Music

    Ish Debashish song is sung, composed & penned by Anupam Roy.

    Ish Debashish Lyrics in Bengali:


    ইস দেবাশিস,
    তুমি বড় হয়ে গেছো দেবাশিস ।
    ইস দেবাশিস,
    চেনা ঠিকানার নেই হদিশ ।
    ইস দেবাশিস,
    বয়ে গেল শুধু বছরের ঢেউ ।
    ভালোবাসো যাকে,
    আজ তার পাশে অন্য কেউ ।

    একে একে সব চলে যায়-
    স্কুল, পাড়া, কলেজ, অফিস ।
    সিলেবাস শেষ হয়ে যায় ।
    জীবন দিয়ে যায় না নোটিশ ।

    দেবাশিস,
    তুমি তারাদের পাহাড়া দাও ।
    রোজ রাতে নেশাতুর চোখে
    ফিরতে চাও ।

    দেবাশিস,
    তুমি সবকিছু গিলে ফেলে;
    লেখো ভালো আছো
    ফেসবুকে দেওয়ালে ।

    ইস দেবাশিস,
    ছেঁড়া বোতামের ক্ষত ভোলা যায় ।
    লেগে থাকে সুতো,
    তোমার হৃদয়ের এক কোনায় ।

    ইস দেবাশিস,
    ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ ।
    শুকিয়েছে জল,
    ছটফট করে মরে গেছে মাছ ।

    কেউ বলে দিলো না তোমায়-
    কি হারালে, কি কি পাওয়া যায় ।
    একদিন ফুরিয়ে গেলে,
    দেরি হয়ে গেল দোটানায় ।

    ইস দেবাশিস,
    তুমি তারাদের পাহাড়া দাও ।
    রোজ রাতে নেশাতুর চোখে
    ফিরতে চাও ।

    দেবাশিস,
    তুমি সবকিছু গিলে ফেলে;
    লেখো ভালো আছো
    ফেসবুকে দেওয়ালে ।

    ইস দেবাশিস...
    ইস দেবাশিস...
    ইস দেবাশিস...

    Ish Debashish,
    Tumi boro hoye gecho Debashish.
    Ish Debashish,
    Chena thikanar nei hodish.
    Ish Debashish,
    Boye gelo shudhu bochorer dhew.
    Bhalobaso jake,
    Aaj tar pashe onnyo kew.

    Eke eke sob chole jai-
    School, para, college, office.
    Syllabus shesh hoye jai,
    Jibon diye jaina notice.

    Debashish tumi tarader pahara dao.
    Roj raate neshatur chokhe
    Phirte chao.

    Debashish tumi
    Sob Sochu giley phele.
    Lekho bhalo acho
    Facebook e dewale.

    Ish Debashish,
    Chenra botamer khoto bhola jai.
    Lege thake suto,
    Tomar hridoyer ek konay.

    Ish Debashish,
    Bhenge jawa kichu bottle er kanch.
    Shukiyeche jol,
    Chotfot kore morey geche mach.

    Kew bole dilo na tomay,
    Ki haraley, ki ki pawa jai.
    Ekdin phuriye gele,
    Deri hoye gelo dotanay.