Eibar Bujhechhi Shohoje Lyrics Madhumita Chatterjee
Song: Eibar Bujhechhi ShohojeSinger: Madhumita Chatterjee
Music & Lyrics: Madhumita Chatterjee
Eibar Bujhechhi Shohoje song is sung, composed & penned by Madhumita Chatterjee. Eibar Bujhechi Sohoje song is the new single track.
Eibar Bujhechhi Shohoje Lyrics in Bengali:
এইবার বুঝেছি সহজে,
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে ।
এইবার মিটেছে অল্পে,
যদিও কল্পে, ভিজেছি বহুদূর ।
উঠোনে আলো নেই,
চাষীরা ভালো নেই ।
তবুও ক্ষতি কি,
সিনেমা দেখবোই ।
আমিও গতিহীন,
মাছেরা ইঞ্জিন ।
দুজনে বুঝেছি ছায়ারা কি রঙিন ।
এইবার এখনো মধুমাস ।
বুঝেছি এখানেই ভূতেরা করে বাস
এইবার...
স্টিমার ছাইপাঁশ, জলে ভাসে আকাশ
কিছুই স্থায়ী নয়, ছুটবে কত মাস ।
হঠাৎ ভাঙে ভুল, বন্ধু প্রতিকূল ।
আপোষে খিদে বাড়ে, সমাজ সংকুল ।
এইবার রেখেছি গোপনে ।
সূচনা শেষ হোক, কুয়াশা যে মনে ।
এইবার বুঝেছি সহজে,
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে ।
এইবার মিটেছে অল্পে,
যদিও কল্পে, ভিজেছি বহুদূর ।