Dekhe Tomake Lyrics by Santanu Dey Sarkar
Song: Dekhe TomakeSinger: Santanu Dey Sarkar
Tune & Composition: Subrata Das & Sujay Ghosh
Lyrics: Tapash Singha
Short Film: Priyo Bandhobi
Production: Dreamline Films Production
Dekhe Tomake song was composed for "Priyo Bandhobi" short film. Dekhe Tomake song is sung by Santanu Dey Sarkar.
Dekhe Tomake Lyrics in Bengali:
দেখে তোমাকে, হল কি যে আজ
বেপরোয়া আমার এ মন ।
চুপি চুপি তাই, কানে বলে যাই
ভালোবাসি যে তোকে সারাক্ষণ ।
তোর দুচোখের সেই আলোতে
আজ ছুঁয়েছে এ মন ।
সেই ছোঁয়াতে, সেই দেখাতে
আজ দেখেছে স্বপন ।
দেখেও দেখে না, বুঝেও বোঝে না
উঠেছে মনেতে উজান ।
সেই প্রথম দেখাতে
সেই চোখের মায়াতে
আমি পড়েছি প্রেমে তোর ।
হৃদয়ের মাঝারে, একটু সে আদরে
আমি দেখেছি সে ভোর ।
কাছে-দূরে, যেখানে থাক
এভাবে যে ভালোবেসে যাবো আমি ।
দেবো তোকে, খুশি সে স্বাদ
মনে রেখো আজ অভিমানি ।
Dekhe Tomake, holo ki je aaj
Beloroya amar e mon.
Chupi chupi tai, kane bole jai
Bhalobasi je toke sarakhyon.
Tor duchokher sei aalo te
Aaj chunyeche ei mon.
Sei chowate, sei dekhate
Aaj dekheche swopon.
Dekheo dekhe na,
Bujheo bojhe na
Utheche mone te ujan.