Borodin Title Track Lyrics Anjan Dutt

Borodin Title Track Lyrics Anjan Dutta

Song: Borodin
Movie: Hoichoi Originals
Music: Neel Dutt
Singer: Anjan Dutt
Lyricist: Anjan Dutt
Music Label: SVF Music

Borodin Title song is sung by Anjan Dutt. The music of this song is composed by Neel Dutt.

Borodin Title Track Lyrics in Bengali:


ফেলে আসা পুরোনো সে পাড়া,
লোহার ঘোরানো সিঁড়ি ।
পেছনের দরজায় কড়া নাড়া,
হাতে নিয়ে আমার ক্রিসমাস ট্রি ।
সারা ঘরের মোমবাতির আলোয়
দাঁড়িয়ে তুমি ।
আর পুরনো গ্রামোফোনে আমাদের
ফেলে আসা বড়দিন ।

ও ম্যারিয়ান, অ্যানামরি
হোয়াই ডিড উই ফাইট?
হোয়াই ডিড ইউ লিভ?

ও ম্যারিয়ান, আই অ্যানামরি
নাউ দ্যাট আই হ্যাভ ক্রাইড
কামব্যাক টু মি ।

মাঝরাতের ঝগড়া আর তর্ক
ভোরবেলা চলে যাওয়া ।
ভেঙে গ্লাস, বোতল, সম্পর্ক
একটা ক্লান্ত ঠান্ডা হাওয়া ।
জ্বলে জ্বলে গলে গেছে
সারা ঘরের মোমবাতি ।
তবু এখনো বাজে
মনের ভেতরে
আমাদের দুজনের জেমরিচ ।

ও ম্যারিয়ান, অ্যানামরি
হোয়াই ডিড উই ফাইট?
হোয়াই ডিড ইউ লিভ?

ও ম্যারিয়ান, আই অ্যানামরি
নাউ দ্যাট আই হ্যাভ ক্রাইড
কামব্যাক টু মি ।

বড়দিন লিরিক্স:


Phele asha purono
Sey para,
Lohar ghorano sinri.
Pichoner dorjai kora nara
Haate niye amar Christmas tree
Sara ghorer mombatir aaloy
Danriye tumi.
Arr purono gramophone e
Amader phele asa borodin.


326404665953066090

TRENDING NOW

326404665953066090