Boro Eka Eka Lage Amar Lyrics
Song: Boro Eka Eka Lage AmarMovie: Saat Pake Bandha
Singer: Jeet Ganngulii
Music: Jeet Ganngulii
Lyrics: Gautam Sushmit
Cast: Jeet, Koel
Boro Eka Eka Lage Amar song is from the movie "Saat Pake Bandha". This song is composed & sung by Jeet Ganngulii. Boro Eka Eka Lage Amar Lyrics Bangla. Boro Eka Eka Lage Amar Song Lyrics.
বড় একা একা লাগে আমার গানটি হল সাত পাকে বাঁধা সিনেমার গান। গানটি গেয়েছেন এবং সুর তৈরি করেছেন জিত গাঙ্গুলি। বড় একা একা লাগে আমার লিরিক্স।
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর
আছে ভালোবাসা
নেই অধিকার
লাগে না ভালো আর
আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে
বুঝিনি তো আলোর ভাষা
আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা
আঁধারে খোঁজে মন
আলোকে সারাক্ষণ
মেলে না, ওহোহো মেলে না
করে তুমি তুমি মন যে আমার
করে তুমি তুমি মন যে আমার
লাগে না ভালো আর
চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ
নেই শুধু তুমি কাছে
হায় যদি একবার
যেত গো জানানো
আমারও তো হৃদয় আছে
জীবনের একটি ভুল
ঝড়ালো কত ফুল
জানিনা, ওহোহোহো জানিনা
কাঁদে একা একা প্রাণ যে আমার
কাঁদে একা একা প্রাণ যে আমার
লাগে না ভালো আর
Boro Eka Eka Lage Amar Lyrics in Bengali:
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার
লাগে না ভালো আর
আছে ভালোবাসা
নেই অধিকার
লাগে না ভালো আর
আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে
বুঝিনি তো আলোর ভাষা
আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা
আঁধারে খোঁজে মন
আলোকে সারাক্ষণ
মেলে না, ওহোহো মেলে না
করে তুমি তুমি মন যে আমার
করে তুমি তুমি মন যে আমার
লাগে না ভালো আর
চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ
নেই শুধু তুমি কাছে
হায় যদি একবার
যেত গো জানানো
আমারও তো হৃদয় আছে
জীবনের একটি ভুল
ঝড়ালো কত ফুল
জানিনা, ওহোহোহো জানিনা
কাঁদে একা একা প্রাণ যে আমার
কাঁদে একা একা প্রাণ যে আমার
লাগে না ভালো আর
Boro Eka Eka Lage Amar Lyrics in English Transliteration:
Boro Eka Eka Lagey Aamar
Boro Eka Eka Lage Amar
Lage na bhalo arr
Ache valobasha
Nei odhikar
Lagena valo ar
Aleyar piche chhute miche miche
Bujhini toh aalor vasa
Ajke tomake hariye bujhechi
Kake bole bhalobasha