Boro Eka Eka Lage Amar Lyrics Saat Pake Bandha
Song: Boro Eka Eka Lage AmarMovie: Saat Pake Bandha
Singer: Jeet Ganngulii
Music: Jeet Ganngulii
Lyrics: Gautam Sushmit
Cast: Jeet, Koel
Boro Eka Eka Lage Amar song is from the movie "Saat Pake Bandha". This song is composed & sung by Jeet Ganngulii.
Boro Eka Eka Lage Amar Lyrics in Bengali:
বড় একা একা লাগে আমার
বড় একা একা লাগে আমার ।
লাগে না ভালো আর ।
আছে ভালোবাসা,
নেই অধিকার ।
লাগে না ভালো আর ।
আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে
বুঝিনি তো আলোর ভাষা ।
আজকে তোমাকে হারিয়ে বুঝেছি
কাকে বলে ভালোবাসা ।
আঁধারে খোঁজে মন
আলোকে সারাক্ষণ ।
মেলে না, ওহোহো মেলে না ।
করে তুমি তুমি মন যে আমার
করে তুমি তুমি মন যে আমার ।
লাগে না ভালো আর ।
চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ
নেই শুধু তুমি কাছে ।
হায় যদি একবার
যেত গো জানানো
আমারও তো হৃদয় আছে ।
জীবনের একটি ভুল
ঝড়ালো কত ফুল ।
জানিনা, ওহোহোহো জানিনা ।
কাঁদে একা একা প্রাণ যে আমার
কাঁদে একা একা প্রাণ যে আমার
লাগে না ভালো আর ।
Boro Eka Eka Lagey Aamar
Boro Eka Eka Lage Amar
Lage na bhalo arr.