Tomay Ami Mandobasi Lyrics Rupankar
- Song: Tomay Ami Mandobasi (তোমায় আমি মন্দবাসি)
- Movie: Mandobasar Golpo
- Singer: Rupankar Bagchi
- Music: Ashok Bhadra
- Lyricist: Prosen
- Label: Amara Muzik Bengali
Tomay Ami Mandobasi song is from the movie "Mandobasar Golpo". This song is sung by Rupankar Bagchi. Tomay ami mondobasi lyrics.
Tomay Ami Mandobasi Lyrics in Bengali:
তোমায় আমি মন্দবাসি ।
তাইতো তোমার গল্পে আসি ।
আমি তোমার খারাপ থাকার কারন ।
তোমায় আমি বন্ধু বলি ।
তাইতো নিজের পায়েই ডলি ।
বিন্দুমাত্র প্রেমিকি উচ্চারণ ।
তাই নিজেকে বোঝালাম,
তুমি এমন পান্থশালা-
ফিরে আসতে আমায় করেছো বারণ ।
তোমায় আমি মন্দবাসি ।
তাইতো তোমার গল্পে আসি ।
আমি তোমার খারাপ থাকার কারন ।
যদি আকাশ পানে চায়,
তোমার কথা ধুলো হয়ে ওড়ে ।
যদি মাটিতে তাকাই,
তোমার কথা সূর্যের সাথে সরে ।
ভেবে নেওয়া ভুল
জেনেছি তাও
ভেবেই নিলাম,
তুমি আছো এখনো পথেই পড়ে ।
তোমায় আমি মন্দবাসি ।
তাইতো তোমার গল্পে আসি ।
আমি তোমার খারাপ থাকার কারন ।
বলো চাইছি বেশি কি?
আমি তোমার কাজলের কালো ছাড়া ।
আমি চিনতে শিখেছি,
ঐ না বলা মনের অঝোর ধারা ।
ভেবে নেওয়া ভুল
জেনেছি তাও
ভেবেই নিলাম,
শুরুর ঘর থেকে আমি ঘর ছাড়া ।
ভেবে নেওয়া ভুল
জেনেছি তাও
ভেবেই নিলাম,
তুমি আছো এখনো পথেই পড়ে ।।
তোমায় আমি মন্দবাসি লিরিক্স:
Tomay Ami Mandobasi,
Taitoh tomar golpe asi.
Ami tomar kharap thakar karon.
Tomay ami bondhu boli
Taitoh nijer paayei doli
Bindumatro premiki uchharon.
Tai nijeke bojhalam,
Tumi emon panthoshala-
Phire astey amay korecho baron.
Tomay Ami Mandobasi,
Taitoh tomar golpe asi.
Ami tomar kharap thakar karon.