Sritir Chera Pata Lyrics Shunno

Sritir Chera Pata Lyrics by Shunno

Song: Sritir Chera Pata
Artist: Shunno
Album: Shoto Asha
Label: ME label

Sritir Chera Pata song is performed by Shunno band. Sritir Chera Pata Lyrics. Sritir Chera Pata Lyrics Bangla. Sritir Chera Pata Song Lyrics.

স্মৃতির ছেঁড়া পাতা গানটি পারফর্ম করেছে শূন্য ব্যান্ড। স্মৃতির ছেঁড়া পাতা লিরিক্স।

Sritir Chera Pata Lyrics in Bengali:


আমি নিতে দেবো না-
সময়কে একমুঠো ভরা জোছনা ।
চাঁদটা যতই দূরের হোক না,
ছুঁতে আমি চাই না ।

পৃথিবীর সব অপার, বিস্ময় থাক
আমার অ-দেখা ।
শূণ্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অ-লেখা ।

আমি মেলবো না আর স্বপ্ন ডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায় ।
আমি লিখবো না আর কাব্য কোনো,
স্মৃতির ছেঁড়া পাতায় ।

আমি দেবো না পাড়ি তোমায় নিয়ে
নিষ্প্রাণ নদীতে ।
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূণ্য মরুর বুকে ।

শেষ বিকেলে হারিয়ে যাওয়া স্মৃতি
হাতরে বেড়াই ।
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরার খেলায় ।

আমি মেলবো না আর স্বপ্ন ডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায় ।
আমি লিখবো না আর কাব্য কোনো,
স্মৃতির ছেঁড়া পাতায় ।।

স্মৃতির ছেঁড়া পাতা লিরিক্স:


Ami nitey debo na somoy ke
Ek mutho bhora jochona.
Chand ta jotoi durer hok na
Chunte ami chai na.

Prithibir sob opar, bissoy
Thak amar odekha.
Shunnyo khatar proti ti patay
Somoy kabyo olekha.

Ami melbo na arr swopno dana
Oi nil megheder chowai.
Ami likhbo na arr kabyo kono
Sritir Chera Patai.

Ami debo na pari tomay niye
Nispran nodite.
Je poth bhule pouche geche
Shunnyo morur bukey.

Shesh bikele hariye jawa sriti
Hatrey berai.
Nijhum raater ondhokare
Swopno dhorar khelai.
326404665953066090

TRENDING NOW

326404665953066090