Raat Birete Lyrics Tamal Kanti Halder

Raat Birete Lyrics Tamal Kanti Halder


Song: Raat Birete
Singer, 
composer, 
Lyricist: Tamal Kanti Halder
Album: Osukh

Raat Birete song is sung, composed and written by Tamal Kanti Halder.

Raat Birete song lyrics in Bengali:

একটা পথ নির্জন রাত সেজে শূন্যরা পাতে ফাঁদ ভেজা সম্মোহন সরু গলি তেমাথার মোড় খোলা চুলে silhouette রূপে মেয়েটা দাঁড়ানো কি কারণ? হাত মেলে ডাকছে কি আমায়? রাতজাগা পাখি স্বপ্নটা মাখি গায়ে এখনও না না নিশ্চয়ই চোখের ভুল কানামাছি খেলা সেরে চোখ জ্বালা করেনি কখনো আজ তবে কি রাত বিরেতে বেয়াড়া ঝক্কি সাদা পাতায় শুধু জল দিয়ে ছবি আঁকি একটা পথ খুব আপন রাত সেজে মৃত্যুরা পাতে ফাঁদ একাকী সে দাঁড়িয়ে অকারণ ওর খোলা চুলে ঠিকানা ভোলে আমার হাত ভুল ঠিক চুম্বকের মতন কাছে টানে প্রাণপণে কিছু সুখ খোঁজা দিনযাপন এ খোঁজের শেষে থেকে যায় শেষ পড়ে থাকে পথ, চেনা সেই মোড়, কিছু প্রয়োজন কিছু প্রশ্ন, কিছু কাঁটাতার ক'ফোটা জল, কিছু দায়ভার কিছু রাত্রি, কিছু ধিক্কার, কিছু অশ্লীল বোবা হাহাকার আজ তবে কি রাত বিরেতে বেয়াড়া ঝক্কি সাদা পাতায় শুধু জল দিয়ে ছবি আঁকি ভুল ঠিক চুম্বকের মতন কাছে টানে প্রাণপণে দেয় সুখ যন্ত্রণা প্রেমিকার মতন আদরে জড়িয়ে ধরে দেয় সুখ... নাকি অসুখ?
326404665953066090
326404665953066090