Opekkha Lyrics The Bong Guy

Opekkha Lyrics The Bong Guy

  • Song: Opekkha (অপেক্ষা)
  • Singer: The Bong Guy (Kiran Dutta)
  • Music & Lyrics: The Bong Guy
  • Cast: Kiran Dutta & Shreelagna Bandyopadhyay

Opekkha song is sung by Kiran Dutta (The Bong Guy). He also composed the music.

Opekkha lyrics in Bengali:


তোর ভোরের অপেক্ষায়,
আমার রাত কেটে যায় ।
তোর অচেনা তাকানো,
আমার ঘুম কেড়ে নেয় ।
এই বৃষ্টি ভেজা দিনে,
আমি সঙ্গী করি কাকে?!
যদি খুঁজে দেখিস আমায়
পাবি গলির আঁকে বাঁকে ।
চুল সরিয়ে দেখো মোরে
দাঁড়িয়ে আছি আমি,
কোন আঁধারে ।
বলো না উত্তর পাবো কবে?
কবে যে তুমি, আমার হবে?
ক্লান্ত ব্যস্ত দিনে,
আমার হাত টা ধরবি কি?
ঘুম না আসা রাতে
আমার সাথে জাগবি কি?
লিখতে না পারা
আমার কবিতা হবে কি?
গিটারের তারে
কোনো সুর হবি কি?
যদি কোনোদিন ফিরে তাকাস
যদি কোনোদিন দু'হাত বাড়াস
যদি কোনোদিন তোর ঐ আকাশ
আমার ছোটো নদীতে ভাসাস ।

অপেক্ষা লিরিক্স কিরণ দত্ত, দ্য বং গাই:


Tor bhorer opekkhay
Amar raat kete jai.
Tor ochena takano
Amar ghum kere nei.
326404665953066090

TRENDING NOW

326404665953066090