Jodi Kichhu Pai Lyrics Tamal Kanti Halder

Jodi Kichhu Pai Song by Tamal Kanti Halder

Song: Jodi Kichhu Pai (যদি কিছু পাই)
Singer, Composer & Lyricist: Tamal Kanti Halder

Jodi Kichhu Pai song is sung, composed & written by Tamal Kanti Halder.

Jodi kichhu pai lyrics in Bengali:


যদি কিছু পাই
বাকি রাতটুকু ঘেঁটে,
এলেমেলো সুর
যদি লাগে শুকনো ঠোঁটে, তোর ।
দিয়ে যাবো তোকে ।

যদি কোলাহল মিশে যায়
আমার গানে ।
মনের আগল খুলে
কথা বলে কানে কানে, তাও
দিয়ে যাবো তোকে ।
এ শহর স্বপ্নে বিভোর যখন
কটা আঁচড় কাল হতে চায় ।
বেয়াদপ ইচ্ছেরা নিজের মতোন
নেয় খুঁজে তোকে ।

যদি কোনো ঠিক জুটে যায়
ভুলের ভিড়ে,
আকছার হেরে যাওয়া
যুদ্ধে কপাল জোড়ে ।
জেতাটুকু থাকবে তোলা -
দিয়ে যাবো তোকে ।
যত রং চং মেখে সাজি সঙ
আজব এ স্টেজে ।
সে মেকাপ ধুয়ে গেলে
যা পড়ে থাকে লাস্ট পেজে -
আসল আমি, আমার আদল
দিয়ে যাবো তোকে ।

এ শহর স্বপ্নে বিভোর যখন
কটা আঁচড় কাল হতে চায় ।
বেয়াদপ ইচ্ছেরা নিজের মতোন
নেয় খুঁজে তোকে ।
পায় খুঁজে তোকে ।






326404665953066090

TRENDING NOW

326404665953066090