Bhalobashi Bole Lyrics

Bhalobashi Bole Lyrics by Imran, Subhamita

Song: Bhalobashi Bole
Singers: Imran Mahmudul & Subhamita
Music: Imran
Lyrics: Snahashish Ghosh
Label: Sangeeta

Bhalobashi Bole song is sung by Imran Mahmudul and Subhamita. The lyrics of this song is wrottwr by Snahashish Ghosh.

Bhalobashi Bole Lyrics in Bengali:


ভালোবাসি বলে, তুই কারও হলে
পারবো না, তা মেনে নিতে ।
ছেড়ে দেওয়া সব যায়,
শুধু তোর বেলায়
পারবো না ছাড় আমি দিতে ।

বেসেছি ভালো যখন একবার
তোকে যে পাবার অধিকার
পৃথিবীতে শুধু এই আমার ।

ভালোবাসি বলে, তুই কারও হলে
পারবো না, তা মেনে নিতে ।
ছেড়ে দেওয়া সব যায়,
শুধু তোর বেলায় ।
পারবো না ছাড় আমি দিতে ।

এই মন জানে, কোন সে টানে
তোকে নিয়ে বাঁচতে যে চাই ।
হারাবার ভয়, তখনই হয়
কাউকে যখন নিজের ভাবা যায় ।

বেসেছি ভালো যখন একবার
তোকে যে পাবার অধিকার
পৃথিবীতে শুধু এই আমার ।

তোর অভাবে নিভে যাবে
এ জীবন আমার পুরোটাই ।
হোক যেভাবে, পেতেই হবে
এই আমাকে, তোকে যে তাই ।

বেসেছি ভালো যখন একবার
তোকে যে পাবার অধিকার
পৃথিবীতে শুধু এই আমার ।

Bhalobashi Bole, tui karo holey
Parbo na, ta mene nitey.
Chere dewa sob jai,
Shudhu tor belai.
Parbo na char ami ditey.

Besechi bhalo jokhon ekbar
Toke je pabar odhikar.
Prithibi te shudhu ei amar.




326404665953066090

TRENDING NOW

326404665953066090