Ami Sudhu Khujechi Amay Lyrics Taalpatar Shepai

Ami Sudhu Khujechi Amay Lyrics Taalpatar Shepai

  • Song: Ami Sudhu Khujechi Amay
  • Singer: Pritam Das
  • Music: Soumyabrata Sarkar & Arundhuti Adhikari
  • Lyrics: Saswata Ray
  • Band: Taalpatar Shepai

Ami Sudhu Khujechi Amay song is performed by Taalpatar Shepai band. The song is sung by Pritam Das. Ami shudhu khujechi amai lyrics.

Ami sudhu Khujechi Amay Lyrics in Bengali:


কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাদে ।
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাদে ।
প্রতি পাতা থেকে চেনা মলাটে
আমি শুধু শুধু খুঁজেছি আমায় ।

রাত জাগা, কত কত যে সকাল
ভেবে চলি, সে কি স্বর্গ কি পাতাল ।
অভাবে নাকি স্বভাবে মাতাল?!
আমি যে বড় খুঁজেছি আমায় ।

লাগছে বড় তোমাকে ভালো ।
সব রঙিন, নাকি মনটা রাঙালো?!
সূর্যের সাথে রোজ জ্বালো আলো ।
ঘুঁচে যাক যত আঁধার কালো ।

এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
আমি বলি, যদি পারো
তুমিও খোঁজো তোমায় ।

আমি শুধু খুঁজেছি আমায় লিরিক্স:


Kokhono bhor, kokhono majhraate
Highway theke ek chil chaade.
Kokhono bhor, kokhono majhraate
Highway theke ek chil chaade.
Proti paata theke chena molate
Ami Sudhu Khujechi Amay.

Raat jaga koto koto sokal
Bhebe choli se ki sworgo ki paatal.
Obhabe naki swobhabe maatal?
Ami je boro Khujechi Amay.
326404665953066090

TRENDING NOW

326404665953066090