Abhijan song Lyrics by Tamal Kanti Halder
Song: Abhijan (অভিযান)Singer: Tamal Kanti Halder
Composer & Lyricist: Tamal Kanti Halder
Audio label: Bangla Rock
Abhijan song is sung by Tamal Kanti Halder. He also written the lyrics of this song.
Abhijan lyrics in Bengali:
ন'টা পথ ন'রকম, লালচে ভিজে অজানা খোঁজে পা বাড়ায় দিক হারায় এ ধাঁধায় তবু এবার হারা নেই এত সহজে এত ঠুনকো না যে ভেঙে যায়, নড়ে যায় লক্ষ্য আমার হাজার হাজার বছর ধরে এ রাস্তায় ঘুরেছি আমি ঠিকানা হীন আপেলে কামড় দেওয়ার দিন থেকে বোধহয় চোকানো শুরু আদিম ঋণ মেশে সুখ মেশে মুখ মেশে হিসেব নিকেশ প্রশ্ন বাঁচে তবু স্বাধীন কে আমি? কি আমি? জানবই যতক্ষণ দেহে আছে প্রাণ চাদরের ভেতরে পাঁজরের ফাঁপরে চলবে আমার এ অভিযান নিজেরই আড়ালে শিকড়ে শিকড়ে খুঁজে নিতে আমার 'আমি'কে এ কোথায় এসে ঠেকল পথ অন্ধকার এক আজব কারখানা C/o মাথা ঠিকানা তার নাকি কারাগার? ঝুলছে তালা সারসার চমকে দেখি আমারই মতো আরো কত বন্দী ভরা কুঠুরিতে কাঁদে কেউ হাসে কেউ কেউ দেখি আবার হিংস্র প্রাণ দিচ্ছে শান ছুড়িতে হঠাৎ ঘুম ভেঙে আয়না দেখার মতন চিনে ফেলল ওরা আমায় জাকড়ে ধরল সবার একই চিৎকার যতক্ষণ দেহে আছে প্রাণ চাদরের ভেতরে পাঁজরের ফাঁপরে চলবে আমার এ অভিযান নিজেরই আড়ালে শিকড়ে শিকড়ে খুঁজে নিতে আমার 'আমি'কে ।