Shnuopoka song lyrics by ShnuopkSh band
Song: Shnuopoka (শুঁয়োপোকা)Singer: Nilanjan
Lyricist: Nilanjan
Band: Shnuopoka
Shnuopoka song is sung by Nilanjan. He also wrote the lyrics. This song is from the bengali band "Shnuopoka".
Shnuopoka song lyrics in Bengali:
আমি ধুরছাই বড় বোকা, শুঁয়োপোকা
কাল হবো প্রজাপতি ।
কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি
কিসে লাভ আর কিসে ক্ষতি ।
তুমি যাওনা, যাও পালাও না
আমি মুছে ফেলবো চোখ ।
আজ গাইবো, শুধু চাইবো
কোনো গানের জন্ম হোক ।
কেন ভাবছো, কেন ভাবছো
তুমি আমার পরিণতি ।
আমি ধুরছাই বড় বোকা, শুঁয়োপোকা
কাল হবো প্রজাপতি ।
কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি
কিসে লাভ আর কিসে ক্ষতি ।
হোক ধূর্ত, এ মুহুর্ত
আমি পাচ্ছিনা তো ভয় ।
আমি নিঃস্ব, তাই বিশ্বই
আজ আমার পরিচয় ।
ধুলো উড়বে, চাকা ঘুরবে
আর আমি আমারই সারথি ।
আমি ধুরছাই বড় বোকা, শুঁয়োপোকা
কাল হবো প্রজাপতি ।
কেন মিথ্যে করি দাবি, কেন ভাবি
কিসে লাভ আর কিসে ক্ষতি ।