Raji song lyrics by Habib Wahid. রাজি লিরিক্স, হাবিব ।
হয়ে আছি রাজি, চোখের কারসাজি
তোর মন ।
লেখা প্রিয় গানে, ঠুনকো অভিমানে
থাকিস কেমন ।
আমি ঠিক বলে দিতে পারি আজ,
কি বলছে ঐ মেঘের কারুকাজ ।
আমি ছুটে দূরে, যেতে পারি আজ
যেই দিকে তোর পায়ের আওয়াজ ।
আমি জেনে গেছি, সব ভাষা আজ
ভেঙে দিতে তোর, মনেরই লাজ ।
জোছোনা নীলে নীলে
মায়া ভাসিয়ে দিলে,
কি করে থাকি বল
ভালোবাসি, না বলে!!
হয়ে আছি রাজি, চোখের কারসাজি
তোর মন ।
লেখা প্রিয় গানে, ঠুনকো অভিমানে
থাকিস কেমন ।
আমি ঠিক বলে দিতে পারি আজ,
কি বলছে ঐ মেঘের কারুকাজ ।
রাজি গানের লিরিক্স:
Hoye achi raji, chokher karsaji
Tor mon.
Lekha priyo gaane, thunko obhimane
Thakis kemon.
Ami thik bole ditey pari aaj,
Ki bolche oi megher karukaaj.
Ami chutey durey, jete pari aaj
Jei dike tor paayer aaowaj.
Ami jene gechi, sob bhasa aaj
Bhenge ditey tor moner e laaj.
Jochona neel a neel a,
Maya bhasie diley,
Ki kore thaki bol,
Bhalobasi, na bole!!
Hoye achi raji, chokher karsaji
Tor mon.
Lekha priyo gaane, thunko obhimane
Thakis kemon.
Ami thik bole ditey pari aaj,
Ki bolche oi megher karukaaj.