Pori song lyrics Tasrif Khan


Pori song lyrics by Tasrif Khan


Song: Pori (পরী)
Singer: Tasrif Khan
Band: Kureghor
Music: Rezwan Sheikh
Lyrics: Azizul Haque
Label: ZS Entertainment

Pori song is sung by Tasrif Khan. This song is performed by "Kureghor" bengali band. Music of this song is composed by Rezwan.

Pori song lyrics in Bengali:

কোন পরী যায়, আমার বাড়ির সামনে দিয়া
আলতা পায়ে লাল টুকটুক শাড়ি পইরা ।
তার গানেরই সুর, আমার লাগেরে মধুর
একটা পলক দেখলে তারে, পরাণ টা জুড়ায় ।

কোন পরী যায়, আমার বাড়ির সামনে দিয়া
আলতা পায়ে লাল টুকটুক শাড়ি পইরা ।

কাজল কালো চোখ যে তারি
রেশমি চুড়ি হাতে,
রাঙা ঠোঁটের রাঙা হাসি
বেলি ফুল খোঁপাতে ।

তার গানেরই সুর, আমার লাগেরে মধুর
একটা পলক দেখলে তারে, পরাণ টা জুড়ায় ।
কোন পরী যায়, আমার বাড়ির সামনে দিয়া
আলতা পায়ে লাল টুকটুক শাড়ি পইরা ।

দিঘল কালো চুলের বাহার
রূপে কতো নেশা,
তারই জন্য মনটা পাগল
চাইরে ভালোবাসা ।

তার গানেরই সুর, আমার লাগেরে মধুর
একটা পলক দেখলে তারে, পরাণ টা জুড়ায় ।
কোন পরী যায়, আমার বাড়ির সামনে দিয়া
আলতা পায়ে লাল টুকটুক শাড়ি পইরা ।
326404665953066090

TRENDING NOW

326404665953066090