Osadharon song lyrics by Zaki Aman
Osadharon song is sung by Zaki Aman. The music of this song is also composed by him.
Osadharon song lyrics in Bengali:
অসাধারণ... দখিনা...
খোলা বাতাসের সব টুকু স্বাধীনতা সীমানা...
হীন সাগরের সব টুকু বিশালতা অবেলায়...
ঝরা বৃষ্টির সব টুকু আয়োজন মিলিয়ে...
অদ্ভুত যেন তুমি কেউ একজন কিভাবে এলে জীবনে,
তা, তো কখনই জেনে ওঠা হল না শুধু জানি হারালেই আর পাবো না... ঝড় ও বাতাসের মত ছুঁয়ে যাও কানে কানে কত কথা বলে যাও এক হাসিতেই স্বর্গ দেখাও...
সব কষ্ট তুমি ভুলিয়ে দাও মুখে না বলে... চোখে বলে দাও ...
আমার সব কথা বুঝে নাও বুক ভরে মোর, ভাবে সারাক্ষণ...
তুমি কতটা... অসাধারণ... তুমি হিনা এ জীবন... যেন পাতাহীন গাছের মতো রোদ ঝড় বৃষ্টির মাঝে তুমি ছাড়া বল কি হতো ? বজ্রপাতে ... শত আঘাতে হাত রেখেছি তোমার হাতে স্পর্শ তোমার ... অসাধারণ... অসাধারণ... চাঁদ যখন আড়ালে তুমি আলো দেওয়া একটাই তারা ডুবে যেত আঁধারে জগত আমার তোমাকে ছাড়া... সে তারা আমার খসে পরলেই ... চোখ বুজে যে নেব তোমাকেই ... যেন আবারও দেখা দাও ঝড় ও বাতাসের মত ছুঁয়ে যাও কানে কানে কত কথা বলে যাও এক হাসিতেই স্বর্গ দেখাও...সব কষ্ট তুমি ভুলিয়ে দাও মুখে না বলে... চোখে বলে দাও ... আমার সব কথা বুঝে নাও বুক ভরে মোর, ভাবে সারাক্ষণ... তুমি কতটা... অসাধারণ...