Nicotine song lyrics by Arman Alif. নিকোটিন লিরিক্স, আরমান আলিফ
Song: Nicotine (নিকোটিন)Singer: Arman Alif
Music & Lyrics: Arman Alif
Nicotine song is sung & composed by Arman Alif.
Nicotine Lyrics in Bengali:
কোনো এক রাতের কিছু লুকোনো দীর্ঘশ্বাস ছিল ।
ধরাছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পেরা জেগে ছিল ।
প্রিয় গানটার সুরের মাঝেও ছিল তার আসা যাওয়া ।
এই অবেলায় কেন এভাবে আমার একলা হয়ে যাওয়া!!
আজও কেন কেউ ছাঁয়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে!!
সে হীনা সব ঘোর গুলো কেন নিকোটিনেই কাটে!!
ভালোবাসি বলে জড়াবো মায়ায়,
স্বপ্ন এঁকে রাখি ।
অনেক আড়ালে সরে গেলেও,
তোমার মাঝেই থাকি ।
তোমার শহরের কোনো কোণে কেউ মায়া জমায় কি?!
আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি ।
সেই নীল শাড়ি, আমার বাড়াবাড়ি মনে পড়ে কি?!
জোনাক পোকা রা তোমায় এখন আর গল্প শোনায় কি?!
আজও কেন কেউ ছাঁয়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে!!
সে হীনা সব ঘোর গুলো কেন নিকোটিনেই কাটে!!
ভালোবাসি বলে জড়াবো মায়ায়,
স্বপ্ন এঁকে রাখি ।
অনেক আড়ালে সরে গেলেও,
তোমার মাঝেই থাকি ।