Mone Pore Na Lyrics Minar

Mone Pore Na song Lyrics by Minar. মনে পড়ে না লিরিক্স, মিনার ।

Song: Mone Pore Na (মনে পড়ে না)
Singer: Minar
Music: Pavel Areen
Lyrics: Anik Khan
Label: G Series

Mone Pore Na song is sung by Minar Rahman. Music of this song is composed by Pavel and the lyrics is penned by Anik.

Mone Pore Na Lyrics in Bengali:

প্রাচীন প্রিয় গানের কথায়,
মিনিট জুড়ে নীরবতায় ।
খুব রোদেলা গ্রীষ্ম দিনে
প্রাপ্য কোনো স্নেহের ঋণে ।
উল্টে রাখা উপন্যাসে
বৃক্ষলতা, দূর্বাঘাসে ।
প্রতিদিনের ঘরে ফেরায়
আপন মনের কাগজ ছেঁড়ায় ।

অনেক দূরের হাতছানিতে
সফলতা আর গ্লানি তে
বন্ধু, তোকে আমার তেমন
আর পড়ে না মনে ।
ব্যস্ত আমি, শ্বাসটানার রঙিন আয়োজনে ।

কাজের নানা উপদেশে
গম্ভীরতা ছদ্মবেশে
হেঁড়ে গলায় গান গাওয়াতে
ধুলোবালি ঝড় হাওয়াতে
জন্মদিনের উপহারে
ছুটির দিনে শুক্রবারে
পাঠ্যবইয়ের পড়ার চাপে
অকারণে মনখারাপে

আর কবিতার এই মিছিলে
মিথ্যে কিছু অন্তমিলে
বন্ধু, তোকে আমার তেমন
আর পড়ে না মনে ।
ব্যস্ত আমি, শ্বাসটানার রঙিন আয়োজনে ।

মনে পড়ে না লিরিক্স:

Prachin priyo gaan er kothai
Minute jure nirobotay
Khub roudela grismo dine
Prapyo kono sneher wrine
Ultey rakha uponyashe
Brikkhyolota, durba ghasey
Protidiner ghore ferai
Apon moner kagoj chenrai.

Onek durer haatchani te
Sofolota arr glani te
Bondhu, toke amar temon
Arr mone pore na.
Byasto ami swash tanar rongin ayojone.

Kaajer nana upodeshe
Gombhirota choddobeshe
Henrey golai gaan gawate
Dhulobali jhor hawate
Jonmodiner upohare
Chutir diney shukrobare
Pathyo boi er porar chape
Okarone mon kharape

Arr kobitar ei michile
Mithye kichu ontomiley
Bondhu, toke amar temon
Arr mone pore na.
Byasto ami swash tanar rongin ayojone.

326404665953066090

TRENDING NOW

326404665953066090