Mon Bebagi Lyrics Ami Sudhu Tor Holam Movie

Mon Bebagi song from Ami Sudhu Tor Holam Movie

Song: Mon Bebagi (মন বেবাগি)
Movie: Ami Sudhu Tor Holam (আমি শুধু তোর হলাম)
Singer: Imran Mahmudul & Anwesha
Music: Ayush
Lyrics: Deep
Starring: Soham Chakraborty, Jhilik Bhattacharjee
Label: Surinder Films Pvt LTD

Mon Bebagi song is sung by Imran Mahmudul. "Mon Bebagi" song is from the movie "Ami Sudhu Tor Holam".

Mon Bebagi song Lyrics in Bengali:


ফেরারি আজ এ মন,
তোকে ভেবে যখন,
সাজিয়েছি আমি-
আদুরে আলাপন । (×২)
মায়াবী তোর ঐ চোখে
নে করে আমায় বরণ ।
মনের কোণে, আপন মনে
লিখেছি তোর নামই সারাক্ষণ ।

মন বেবাগি, চুপিচুপি
আজ শুধু তোর হলাম ।
মন বেবাগি, চুপিচুপি
তোর শুধু, তোর হলাম ।

তোকে ভেবে ছবি এঁকেছি,
তোর সুরেতে গান বেঁধেছি ।
মনে মনে, কি কারনে
আজ সোহাগি হয়েছি । (×২)
না পাওয়া যত সবই
পেলাম তোকে ভেবে ।
তোর আঁচলে, চোখের কাজলে
করেছে আজ আমায় হরণ ।

মন বেবাগি, চুপিচুপি
আজ শুধু তোর হলাম ।
মন বেবাগি, চুপিচুপি
তোর শুধু, তোর হলাম ।

তোর ছোঁয়ায় পেল আস্কারা
মন হল বাঁধন ছাড়া ।
বারেবারে, তোকে ঘিরে
স্বপ্নেরা পাগলপারা । (×২)
মায়াবী তোর ঐ চোখে
নে করে আমায় বরণ ।
মনের কোণে, আপন মনে
লিখেছি তোর নামই সারাক্ষণ ।

মন বেবাগি, চুপিচুপি
আজ শুধু তোর হলাম ।
মন বেবাগি, চুপিচুপি
তোর শুধু, তোর হলাম ।।

326404665953066090

TRENDING NOW

326404665953066090