Konna song lyrics by Shiekh Sadi
Song: Konna (কন্যা)Singer: Shiekh Sadi
Lyrics & Music: Shiekh Sadi
Konna song is sung by Shiekh Sadi/Sheikh Saadi.
He also composed the music of this song
Konna song lyrics in Bengali:
ও কন্যা তোমার মুখের হাসি
আমি বড় ভালোবাসি ।
তোমার তরে মন সঁপেছি ।
তোমারেই ভালোবেসেছি ।
ও কন্যা তোমার চোখ দুখানি
মিষ্টি সুরের মুখের বাণী ।
তোমার মাঝে আমায় খুঁজেছি ।
তোমারেই ভালোবেসেছি ।
ও কন্যা তোমার মুখের হাসি
আমি বড় ভালোবাসি ।
তোমার তরে মন সঁপেছি ।
তোমারেই ভালোবেসেছি ।
যেদিন তোমায় প্রথম দেখেছি
লুকিয়ে মনে ছবি এঁকেছি ।
সেদিন থেকে স্বপন গড়েছি
শান্ত এই মনটাকে বেপরোয়া হতে দেখেছি ।
কন্যা তোমার লাজুক লাজুক চাহনি
আর দিও না,
বুকের ভেতর মন রবে না ।
কন্যা তোমায় ভুলতে পারি না ।
কন্যা তোমার রেশমি কালো
কেশ বাঁধিয়া রাইখো,
নজর যেন কারো লাগে না ।
তোমার মিষ্টি হাসির, আমি দিওয়ানা ।
আবেগে বাঁধিয়া মোরে
নজর রাখো কোন পারে?
মায়ার বাঁধন ভুলতে পারবে না ।
দোহায় লাগে, দূরে যাইয়ো না ।
Shiekh Sadi hit song:
Lolona (ললনা)
O konna tomar mukher hasi
Ami boro bhalobasi.
Tomar tore mon mon snopechi.
Tomarei bhalo besechi.
O konna tomar chokh dukhani
Mishti surer mukher baani.
Tomar majhei amay khunjechi.
Tomarei bhalobesechi.