Jao Dilam Jete song lyrics from movie Mr. Bangladesh. যাও দিলাম যেতে লিরিক্স ।
Movie: Mr. Bangladesh (মিস্টার বাংলাদেশ)Song: Jao Dilam Jete (যাও দিলাম যেতে)
Singers: Dinat Jahan Munni & Abir
Music: Nazmul Abedin
Lyrics: Khijir Hayat Khan
Distribution: Jaaz Multimedia
Jao Dilam Jete song is from the movie "Mr. Bangladesh". Sung by Dinat Jahan & Abir. Music is composed by Nazmul & the lyrics is penned by Khijir Hayat Khan.
Jao Dilam Jete Lyrics in Bengali:
ভেসে যেতে চাই, ভালোবেসে তাই
দূরে যেতে চাই ।
সরে যেতে চাই, ফিরে পেতে নাই
ভুলে যেতে চাই ।
পাবো না আর ফিরে তোমায় আমি ।
তুমি ছিলে আমার চলার পথে
আমার সবই ছিল তোমার সাথে ।
যাও যদি যাবে, দিলাম যেতে ।
আমার ভালোবাসা, সকল সুখের আশা
থেমে গেল এবার, ফিরতে চাই না আবার ।
জানি, যাচ্ছি চলে
আমি আজ বহুদূরে ।
জেনে রেখো তবু,
দুঃখ দিতে চাইনি কভু ।
আমি যে সেই মরীচিকা,
যার নেই কোনো দেখা ।
পিছু নিয়ে তাই শুধু
কেন বাড়াবে কষ্ট হেথা ।
তুমি ছিলে আমার চলার পথে
আমার সবই ছিল তোমার সাথে ।
যাও যদি যাবে, দিলাম যেতে ।
যাও দিলাম যেতে লিরিক্স:
Bhese jete chai, bhalobese tai
Dure jete chai.
Sorey jete chai, phire petey nai
Bhule jete chai.
Pabona arr phire tomai ami.
Tumi chile amar cholar pothe
Amar sobi chilo tomar sathe.
Jao jodi jabe, dilam jete.
Amar bhalobasa, sokol sukher asha
Themey gelo ebar, phirte chaina abar.
Jani jachhe chole,
Ami aaj bohudure.
Jene rekho tobu
Dukkhyo ditey chaini kobhu.
Ami je sei morichika
Jar nei kono dekha.
Pichu niye tai shudhu
Keno barabey koshto hetha!!
Tumi chile amar cholar pothe
Amar sobi chilo tomar sathe.
Jao jodi jabe, dilam jete.