Gour Nitai song lyrics from Bagh Bandi Khela movie
Song: Gour Nitai (গৌড় নিতাই)Movie: Bagh Bandi Khela
Singer: Jeet Ganngulii
Music: Jeet Ganngulii
Lyrics: Priyo Chattopadhyay
Starring: Soham & Srabanti
Label: Surinder Films
Gour Nitai song is from the movie "Bagh Bandi Khela". The song Gour Nitai is sung by Jeet Ganngulii.
Gour Nitai song lyrics in Bengali:
বাজা রে খোল, তুলে যা বোল
তালে তালে নেচে যা ।
বাজা করতাল, মেলা রে তাল
হরিনামে মেতে যা ।
পাবি না দুটি, এমন জুটি
যেমন কৃষ্ণ রাধা ।
এ ধরাধামে, সে মধু নামে
পার হয়ে যাবি রে বাঁধা ।
গৌড় নিতাই, রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ।
গৌড় নিতাই, রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ।
এ প্রেমের সুধা, পাবি রে কোথা
ডুবে যা কৃষ্ণ প্রেমে ।
রসেরই ধারা, মেটাবে খরা
দেখ না গভীরে নেমে ।
মনেরই তারে, প্রেমেরই সুরে
জপে যা কৃষ্ণ রাধা ।
এ ধরাধামে, সে মধু নামে
পার হয়ে যাবি রে বাঁধা ।
গৌড় নিতাই, রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ।
গৌড় নিতাই, রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ।