Golap Shundori song by Tasrif Khan
Song: Golap Shundori (গোলাপ সুন্দরী)Singer: Tasrif Khan
Music: Sahriar Rafat
Lyrics: Azizul Haque
Label: DeadLine Music
Golap Shundori song is sung by Tasrif Khan. Sahriar Rafat has composed the music of "Golap Shundori".
Golap Shundori Lyrics in Bengali:
আমার মন নিয়েছে যে জনাই
আহা আহা আহায়...
আমার ঘুম কেড়েছে যে জনাই
ওহো ওহো ওহো...
আমি পাগল, হইলাম যে তারই
গোলাপ সুন্দরী ও সে গোলাপ সুন্দরী
তারই কাছে হার মানে সব আশমানের পরী ।
তার পিরীতে হাবুডুবু খাচ্ছি সারাক্ষণ
দিন, রজনী তারে লইয়া দেখিরে স্বপন ।
রতন জেনে, খুব যতনে চোখে চোখে রাখি
দেইখা তারে জুড়ায় আমার দুইটা আঁখি ।
গোলাপ সুন্দরী ও সে গোলাপ সুন্দরী
তারই কাছে হার মানে সব আশমানের পরী ।
তারে লইয়া ভাবনা আমার ভাবেরও দেশে
উদাস উদাস মন টা আমার থাকে উল্লাসে ।
ইচ্ছে করে অনুরাগে নাম ধইরা ডাকি
আদর কইরা বুকের মাঝে পুইষা রাখি ।
গোলাপ সুন্দরী ও সে গোলাপ সুন্দরী
তারই কাছে হার মানে সব আশমানের পরী ।