Generation Aami Title Track Lyrics

Generation Aami Title Track Lyrics

Song: Generation Aami Title Track
Singer: Arindom
Music: Arindom
Lyrics: Proshen
Cast: Aparajita Adhya, Sauraseni Maitra, Rwitobroto Mukherjee
Label: SVF Music

Generation Aami Title Track is sung by Arindom. He also composed the music of this song. Lyrics is penned by Proshen.

Generation Aami Title Track Lyrics in Bengali:

বাবা বলেছে আরও বেশী, আরও বেশী
মা পড়ছে মন্ত্র ।
আমি বলেছি Take it easy,
Take it easy
I am not a যন্ত্র ।
মাথা গুঁজে পড়ে থাকা
চেঁটে খাওয়া সিলেবাসে,
পাড়বো না আমি ।
আমার ভালোলাগা গুলো
আমি বুঝে গেছি,
ছাড়বো না সে পাগলামি ।
Generation আমি!
Generation আমি!

ডিসেম্বরেও যদি বৃষ্টি হতো
আর জুলাই মাসেতে ঠান্ডা ।
তাহলে তো আমি bad boy হয়ে গিয়ে
করতাম না কোনো ব্লান্ডার ।
আমেরিকা যদি আজ গরীবের দেশ হতো
আফ্রিকা হতো দামি ।

আমার ভালোলাগা গুলো
আমি বুঝে গেছি,
ছাড়ছি না সে পাগলামি ।
Generation আমি!
Generation আমি!

দুনিয়ে চলছে হাজার শর্ত নিয়ে ।
হাতি পালাচ্ছে সাপের গর্ত দিয়ে ।
আমি রেজাল্টে ঝোলালেই,
দোষ আমার ।
চাবকাও, যত খুশি দাও খোটাগুলো
থেমে গেছে দেখো চোখেদের ফোঁটাগুলো ।
ঠিক পৌঁছাবো,
যেখানেতে আমার যাওয়ার ।
Generation আমি!
Generation আমি!
326404665953066090

TRENDING NOW

326404665953066090