Tor Moner Pinjiray Lyrics | Jisan Khan Shuvo
About the Song
"Tor Moner Pinjiray" is a hugely popular Bengali sad song performed and written by the talented singer Jisan Khan Shuvo. With music composed by Ankur Mahamud, the song delves deep into the pain of heartbreak and betrayal. It's a poignant ballad where the narrator questions his beloved who, despite all his sacrifices, has given her heart to someone else. The song's soulful melody and emotionally charged lyrics have resonated with millions, making it a modern classic in the genre of Bengali sad songs.
"তোর মনের পিঞ্জিরায়" জনপ্রিয় শিল্পী জিসান খান শুভ দ্বারা গাওয়া ও রচিত একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা দুঃখের গান। অংকুর মাহমুদ দ্বারা সুরারোপিত এই গানটি হৃদয় ভাঙা এবং বিশ্বাসঘাতকতার গভীর বেদনাকে তুলে ধরে। এটি একটি মর্মস্পর্শী গাথা যেখানে প্রেমিক তার প্রিয়জনকে প্রশ্ন করে, কেন তার সমস্ত ত্যাগ সত্ত্বেও সে তার হৃদয় অন্য কাউকে দিয়েছে। গানটির আবেগঘন সুর এবং হৃদয়স্পর্শী কথা লক্ষ লক্ষ শ্রোতার মনে জায়গা করে নিয়েছে।
The Agony of a Caged Heart
The lyrical core of "Tor Moner Pinjiray" revolves around the profound sense of loss and betrayal. The narrator, who "left the whole world" for his beloved, finds that her heart—the "pinjira" or cage—no longer holds a place for him. The recurring, haunting question, "তোর মনের পিঞ্জিরায়, তুই কারে দিলি ঠাঁই? কারে এত করলি আপন, পর করে আমায়?" (In the cage of your heart, who have you given shelter to? Who did you make your own, making me a stranger?), encapsulates this agony. The song uses powerful imagery, such as the sky and the earth weeping at his sorrow, to paint a picture of complete desolation, making it a powerful anthem for the brokenhearted.
Tor Moner Pinjiray Lyrics in Bengali
🎶 তোর মনের পিঞ্জিরায় লিরিক্স | Tor Moner Pinjiray Lyrics
আরে যার কারনে ছাড়লাম আমি
জগৎ সংসার,
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার।
আমার দুঃখে কাঁদে আকাশ,
কাঁদে রে জমিন।
নির্দয়া তুই পাষান বন্ধু
এত রে কঠিন।
তোর মনের পিঞ্জিরায়,
তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন,
পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ।
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ।
জ্বলে নেভে জোনাকি
দিয়ে যায় আলো।
তুই ছাড়া একলা আমি
কেমনে থাকি ভালো?
এই ভরা জোছনায়
তুই কার পাশে?
কার বুকেতে মাথা রাখিস
কারে ভালোবেসে?
তোর মনের পিঞ্জিরায়,
তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন,
পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ।
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ।
এই রঙের দুনিয়ায়
আমার চাওয়ার কিছু নাই।
রোজ হাশরে চাইবো তোরে
খোদার খাজানায়।
তখন যদি হায়
তোরে না পাই!
নিজের জীবন বৃথা ভাববো
করার কিছু নাই।
People Also Search For
Tor Moner Pinjiray Lyrics in English Transliteration
Arre jar karone charlam ami
Jogoto songsar,
Tobu o shey pashan bondhu
Hoilo na amar.
Amar dukkhe kande akash,
Kande re jomin.
Nirdoya tui pashan bondhu
Eto re kothin.
Tor moner pinjiray
Tui kare dili thai?
Kare eto korli apon,
Por kore amay?
Tui bhalo thakis bondhu amar
Sukhe thakis roj.
Tor shopne ami ashbo thik i
Nite tor khoj.
Jwole nebhe jonaki
Diye jaye aalo.
Tui chara ekla ami
Kemone thaki bhalo?
Ei bhora jochonay
Tui kar pashe?
Kar bukete matha rakhis,
Kare bhalobese?
Tor moner pinjiray
Tui kare dili thai?
Kare eto korli apon,
Por kore amay?
Tui bhalo thakis bondhu amar
Sukhe thakis roj.
Tor shopne ami ashbo thik i
Nite tor khoj.
Ei ronger duniyay
Amar chawar kichu nai.
Roj hasore chaibo tore
Khodar khajanai.
Tokhon jodi haay,
Tore na paai!
Nijer jibon britha bhabbo
Korar kichu nai.
Frequently Asked Questions:
- Who is the singer of the song "Tor Moner Pinjiray"?
- The song is sung by Jisan Khan Shuvo.
- Who wrote the lyrics for "Tor Moner Pinjiray"?
- The lyrics were also written by the singer, Jisan Khan Shuvo.
- What is the theme of the song?
- It is a popular Bengali sad song about the pain of being abandoned by a loved one for whom the narrator sacrificed everything.
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন:
- "তোর মনের পিঞ্জিরায়" গানটির শিল্পী কে?
- গানটি গেয়েছেন জিসান খান শুভ।
- "তোর মনের পিঞ্জিরায়" গানের কথা কে লিখেছেন?
- গানটির কথাও লিখেছেন শিল্পী জিসান খান শুভ।
- গানটির বিষয়বস্তু কী?
- এটি একটি জনপ্রিয় বাংলা দুঃখের গান, যা এমন একজন প্রেমিকের যন্ত্রণা নিয়ে লেখা যার জন্য কথক সবকিছু ত্যাগ করেছিলেন কিন্তু সেই প্রিয়জন তাকে ছেড়ে চলে যায়।