Taray Taray song lyrics by James. Sundoritoma song lyrics by James
- Song : Ami Taray Taray rotiye debo Singer: James Lyrics: Poet Shamsur Rahaman (poem "Uttor") Tune:James Music:James
The song "Taray Taray" (sundoritoma) is sung by famous singer James. The lyrics is extracted from a poem, named "Uttor", written by Shamsur Rahaman. Taray taray lyrics. Taray taray lyrics James.
Taray Taray song lyrics in Bengali:
নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যতখুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার জোছনা লুটালেই তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বলো এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বলো আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার ।