Moner Gopone lyrics by Timir Biswas. মনের গোপনে লিরিক্স, তিমির বিশ্বাস ।
Song: Moner Gopone (মনের গোপনে)
Singer: Timir Biswas
Lyrics: Muzik Street
Composition: Muzik Street.
Moner Gopone song is sung by Timir Biswas. Music is composed by Deboprasad Tiwari (Muzik Street).
Moner Gopone song lyrics in Bengali:
মনের গোপনে, কোথাও কোনোখানে
চাপা ইচ্ছেগুলো সব;
তোমার তৃষিত চোখে আঁকা ।
বেশি হেসো না,
চোখের জল গুলো আরও স্পষ্ট হয়ে যায়;
ঐ মিথ্যে স্বান্তনায় ।
তাই আসছি, বন্ধু আবার সেই ভোরে
নতুন আলোর তিয়াসে ।
ক্লান্ত চরণে, রক্তক্ষরণে ঢাকা
পথে তোমার এলানো মাথা,
আমার বুকে রাখা ।
দিনের শেষে আজ,
একটু জিরিয়ে নিয়ে
পারি দেবো নীলনদে, স্বাধীন হাওয়াতে ।
তাই আসছি, বন্ধু আবার সেই ভোরে
নতুন আলোর তিয়াসে ।
নীরব যন্ত্রণার, অস্তিত্ব ধরে রাখো কেন
নিজের রূপকথায়,
রাজকন্যে হয়ে থেকো তুমি ।
আগামি হাওয়ায় মনের আঁচল উড়িয়ে
ভেসে যাও আবার, খুশির জোয়ারে ।
তাই আসছি, বন্ধু আবার সেই ভোরে
নতুন আলোর তিয়াসে ।
মনের গোপনে লিরিক্স:
Moner gopone, kothao konokhane
Chapa ichhegulo sob;
Tomar trishito chokhe anka.
Beshi heso na,
Chokher jolgulo aro sposhto hoye jai
Oi mithya shantonai.
Tai aschi, bondhu abar sei bhore
Notun aalor tiyashe.
Klanto chorone, rokto khorone dhaka
Pothey tomar elano matha,
Amar bukey rakha.
Diner sheshe aaj
Ektu jiriye niye,
Pari debo nilnodey, swadhin hawate.
Tai aschi, bondhu abar sei bhore
Notun aalor tiyashe.
Nirob jontronar, ostitwo dhore rakho keno
Nijer rupkothay,
Rajkonye hoye theko tumi.
Agami hawai, moner anchol uriye
Bhese jaw abar, khusir joware.
Tai aschi, bondhu abar sei bhore
Notun aalor tiyashe.