Mon bhalo nei song lyrics by Shawon Gaanwala. মন ভালো নেই গানের লিরিক্স ।
Album: Mon Bhalo nei
Song: Mon bhalo nei
Singer: Shawon Gaanwala
Lyrics: Setu Chowdhury
Music: Setu Chowdhury
Label: CMV
Mon bhalo nei song is sung by Bangladeshi singer Shawon Gaanwala.
Mon Bhalo Nei song lyrics in Bengali by Shawon Gaanwala:
এক মেঘলা দিনে,
স্বপ্ন দিলাম জড়িয়ে
মেঘের ডানায় ।
আর দমকা হাওয়ায়,
ভাসিয়ে দিলাম সেই চিঠি
তোর জানালায় ।
আকাশটাকে ঝাপসা চোখে
বারবার দিয়েছে ফাঁকি ।
মন ভালো নেই
তোর কারণেই
এখনও জানতে বাকি ।
তুই কি এবার
সরিয়ে আঁধার
থাকবি আমার পাশাপাশি ।
তুই কি এবার
বাড়িয়ে দু'হাত
বলবি আমায়, ভালোবাসি ।
অচেনা পথে ঘুরছি তবু
সারা পথ স্মৃতির ধুলো ।
আর আষাঢ় শ্রাবণ আঁকড়ে বুকে
ভেবে যাই একি হল!!
তোর হাঁটা পথ
ফেলে রাখা সব
আলো জ্বেলে দেয় স্বপ্ন জোনাকি ।
তবু মন ভালো নেই
তোর কারণেই
এখনও জানতে বাকি ।
তুই কি এবার
সরিয়ে আঁধার
থাকবি আমার পাশাপাশি ।
তুই কি এবার
বাড়িয়ে দু'হাত
বলবি আমায়, ভালোবাসি ।
মন ভালো নেই গানের কথা:
Ek meghla dine
Swopno dilam joriye
Megher danay.
Arr domka hawai,
Bhasiye dilam shei chithi
Tor janalai.
Akash ta ke jhapsa chokhe
Barbar diyeche phanki
Mon bhalo nei
Tor karonei
Ekhono jante baki.
Tui ki ebar
Soriye andhar
Thakbi amar pashapashi.
Tui ki ebar
Barie du haat
Bolbi amai, bhalobasi.
Ochena pothe ghurchi tobu
Sara poth smritir dhulo.
Arr ashar shrabon ankre bukey
Bhebe jai eki holo!!
Tor hanta poth
Phele rakha sob
Aalo jwele dei swopno jonaki.
Tobu mon bhalo nei
Tor karonei
Ekhono jante baki.
Tui ki ebar
Soriye andhar
Thakbi amar pashapashi.
Tui ki ebar
Barie du haat
Bi
Bolbi amai, bhalobasi.