Bhulbona song lyrics by Anupam Roy from Monn album. ভুলবো না গানের লিরিক্স, অনুপম রায় ।
Song: Bhulbona (ভুলবো না)Singer: Anupam Roy & Sarbajit Ghosh
Lyrics & Music: Sarbajit Ghosh
Album: Monn
Starring: Sarbajit Ghosh, Jass Sarkar & Pinki Mondal
Bhulbona song is sung by Anupam Roy and Sarbajit Ghosh. Music is composed by Srabajit Ghosh.
Bhulbona song lyrics in Bengali:
না বলা কিছু কথা,
রয়ে যায় এ মনে ।
বুঝতে পারিনা বলবো কি করে!!
ছায়াপথ দিয়ে হেঁটে
এসেছিলে যে তুমি;
আজ কেন যে এতো অচেনা!!
ভেবেছিলাম যাবো দুরে,
সব বাঁধা কে পেরিয়ে ।
সেই সব কিছু কখনো ভুলবো না ।
স্মৃতিতে আঁকা জলছবি
মোছে নি আজ সংঘাতে
সেই সব কিছু কখনো ভুলবো না ।
ভুলবো না...
স্তব্ধ পুরনো স্মৃতি
ছবি আঁকে যখনি
মনে পড়ে যায় হারানো দিনগুলো ।
জানি পাবো না কখনো
হারানো সেই তোমাকে
শূণ্য আমার দুহাত খোঁজে তোমাকে ।
ভাবিনি আমি কখনো
শত তারাদের মাঝে
রয়ে যাবে আজ তোমার আবছায়া ।
ভেবেছিলাম যাবো দুরে,
সব বাঁধা কে পেরিয়ে ।
সেই সব কিছু কখনো ভুলবো না ।
ভুলবো না...
যতই চেষ্টা করি
তোমায় ভুলে যেতে
স্মৃতি তবু মোছে না ।
তোমার কথা মনে
আসে ফিরে ফিরে
তুমি কি আর ফিরবে না ।
ভাবিনি আমি কখনো
শত তারাদের মাঝে
রয়ে যাবে আজ তোমার আবছায়া ।
তোমার ঐ ভালোবাসা
তোমার সেই কাছে আসা
সেই সব কিছু কখনো ভুলবো না ।
ভুলবো না...
ভুলবো না গানের লিরিক্স:
Na bola kichu kotha
Roye jai e mone
Bujhte parini, bolbo ki kore!!
Chayapath diye hente
Esechile je tumi
Aaj keno je eto ochena.
Bhebechilam jabo durey
Sob bandha ke periye
Sei sob kichu kokhono bhulbona.
Smriti te anka jolchobi
Moche ni aaj songhatey
Sei sob kichu kokhono bhulbona.
Bhulbo na...
Stobdho purono smriti
Chobi anke jokhoni
Mone pore jai harano din gulo.
Jani pabo na kokhono
Harano sei tomake
Shunyo amar du haat khonje tomake.
Bhabini ami kokhono
Shoto tarader majhe
Roye jabe aaj tomar abchaya.
Bhebechilam jabo durey
Sob bandha ke periye
Sei sob kichu kokhono bhulbona.
Bhulbo na...
Jotoi chesta kori
Tomay bhuley jetey
Smriti tobu moche na.
Tomar kotha mone
Asey phire phire
Tumi ki arr phirbe na.
Bhabini ami kokhono
Shoto tarader majhe
Roye jabe aaj tomar abchaya.
Tomar oi bhalobasa
Tomar oi kache asa
Sei sob kichu kokhono bhulbo na.
Bhulbo na...