Anmone song lyrics by Nirjo Habib. আনমনে গানের লিরিক্স, নির্জ হাবিব ।
Song: Anmone (আনমনে)Singer: Nirjo Habib
Lyrics: Sirajum Munir
Music: Hridoy Hasin & Sayem Rahman
Label: Eagle music
"Anmone" song is sung by Nirjo Habib. Music for this song is composed by Sirajum Munir.
Anmone song lyrics in Bengali:
কিছু গল্প, খুব আড়ালে
মিশে আছে এই নিঃশ্বাসে ।
তুমি অল্প, হাত বাড়ালে
ফিরে আসি, এই বিশ্বাসে ।
মনে হয় ফিরে পাবো সুখ
কেটে যাবে না পাওয়ার অসুখ
হারিয়ে তোমারই খেয়ালে ।
জড়িয়ে শেষ বিকেলের রোদ
আলো হয়ে বেঁচে রবো খুব
জমানো অনুভূতির মায়াতে ।
আনমনে হে হে হে ও
আনমনে...
রোজ তোমায় ভেবে
নিজেকে গুছিয়ে বুঝিয়ে নি
প্রিয় অনুভবে ।
ভেসে যাই ঘোর নীরবে
তোমার প্রিয় মুখেরই সুখে
আলতো রূপে ডুবে ।
তাই তো তোমায়
লাগছে আপন
উড়ছি তোমার মনের আকাশে তাই ।
মনে হয় ফিরে পাবো সুখ
কেটে যাবে না পাওয়ার অসুখ
হারিয়ে তোমারই খেয়ালে ।
জড়িয়ে শেষ বিকেলের রোদ
আলো হয়ে বেঁচে রবো খুব
জমানো অনুভূতির মায়াতে ।
আনমনে হে হে হে ও
আনমনে...
আনমনে গানের লিরিক্স:
Kichu golpo khub arale
Mishe ache ei nishwase
Tumi olpo haat barala
Phire asi ei biswase.
Mone hoy phire pabo sukh
Ketey jabe na pawar osukh
Hariye tomari kheyale.
Jorie shesh bikeler roud
Aalo hoye benche robo khub
Jomano onubhutir mayate.
Anmone hai hai oh
Anomone.
Roj tomay bhebe
Nijeke guchie bujhie ni
Priyo onubhobe.
Bhese jaai ghor nirobe
Tomar priyo mukher e sukhe
Aalto rupey dubey.
Taitoh tomay
Lagche apon
Urchi tomar moner akashe tai.
Mone hoy phire pabo sukh
Ketey jabe na pawar osukh
Hariye tomari kheyale.
Jorie shesh bikeler roud
Aalo hoye benche robo khub
Jomano onubhutir mayate.
Anmone hai hai oh
Anomone.