Jibanananda Das poem "Prithibilok". জীবনানন্দ দাশের কবিতা "পৃথিবীলোক" ।
Poem: পৃথিবীলোক
Written by: Jibanananda Das (জীবনানন্দ দাশ)
Jibanananda Das poem Prithibilok written in bengali:
পৃথিবীলোক
~ জীবনানন্দ দাশ
দুরে কাছে কেবলি নগর, ঘর ভাঙে;
গ্রামপতনের শব্দ হয়;
মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে,
দেয়ালে তাদের ছায়া তবু
ক্ষতি, মৃত্যু, ভয়,
বিহ্বলতা বলে মনে হয় ।
এসব শূণ্যতা ছাড়া কোনোদিকে আজ
কিছু নেই সময়ের তীরে ।
তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের
অবিরল মরুভূমি ঘিরে
বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ
এ পৃথিবী, এই প্রেম, জ্ঞান, আর হৃদয়ের এই নির্দেশ ।
Prithibilok
~ Jibanananda Das
Dure kache keboli nogor, ghor bhange;
Gram potoner shobdo hoy;
Manushera dher jug katiye diyeche prithibite,
Dewal a tader chaya tobu
Khoti, mrityu, bhoy,
Bihowlota bole mone hoy.
Eisob shunyota chara konodike aaj
Kichu nei somoyer tirey.
Tobu byartho manusher glani bhul chinta sonkolper
Obirol morubhumi ghire
Bichitro brikhyer shobde snigdho ek desh
E prithibi, ei prem, gyan, arr hridyoer ei nirdesh.