Nirendranath Chakraborty's Bengali poem "ekdin eisob hobe, tai" written in bengali. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা "একদিন এইসব হবে, তাই" ।
Poem: Ekdin eisob hobe, tai (একদিন এইসব হবে, তাই)
Written by: Nirendranath Chakraborty
একদিন এইসব হবে, তাই
~ নীরেন্দ্রনাথ চক্রবর্তী
একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে ।
একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে- যাই ।
একদিন সমস্ত ঘর্ম অর্থ পাবে ভিন্ন রকমের ।
একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে ।
একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে- এসো ।
একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে
নিষ্পাপ বালক বলবে- হাহা ।
একদিন এইসব হবে বলেই এখনও
সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয় ।
Ekdin eisob hobe, tai
~ Nirendranath Chakraborty
Ekdin somosto jodhha bishonno hobar montro shikhe jabe.
Ekdin somosto bridhhyo dukkho-hin bolte parbe- jai.
Ekdin somosto ghormo ortho pabe bhinno rokomer.
Ekdin somosto shilpi kolponar protima banabe.
Ekdin somosto nari cholher ingite bolbe- esho.
Ekdin somosto dhormojajoker urdi kere niye
Nispap balok bolbe- haha.
Ekdin eisob hobe bolei ekhono
Surjyo othe, bristi pore ebong kobita lekha hoy. tai written in bengali. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা "একদিন এইসব হবে, তাই" ।