Nesha lyrics download Arman Alif
- Song: Nesha (নেশা)
- Singer: Arman Alif
- Lyrics: Arman Alif
- Music: Chondrobindu band (Bangladesh)
Nesha Lyrics in Bengali Arman Alif:
তোমার নেশায় পইরা
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেল
আমার ঠিকানা ।
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তুমি কাজল রঙে রাঙো
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশা কাঁদায়
নাই আমি আমার ।
রোজ বিকেলের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই
থাকবো ভালো,
খবর নিও না ।
থাকতে হবে তোমায় ছাড়া
কথা ছিল না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না ।
আমার লাল রঙা হৃৎপিণ্ড
হইতেছে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো ।
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশা কাঁদায়
নাই আমি আমার ।
রোজ বিকেলের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই
থাকবো ভালো,
খবর নিও না ।
আমি যেন কোনোদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি, করতা শাসন
লাগতো রে ভালোই ।
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতী
কই গেল কই?
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশা কাঁদায়
নাই আমি আমার ।
রোজ বিকেলের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই
থাকবো ভালো,
খবর নিও না ।
[ads id='ads2']
[ads id='ads2']
Tomar neshai poira
Ami hoilam dewana
Tomar jonnyo harai gelo
Amar thikana
Tomar motoi thakla
Tumi khobor nila na
Tumi kajol ronge rango
Tumi kar angina
Aaj amar bhetor jurei
Shudhu neshar bosobas
Nesha hasai, nesha kandai,
Nai ami amar
Roj bikeler moto tomay
Arr toh dekhina
Ami amar motoi thakbo bhalo
Khobor niyo na
Thakte hobe tomay chara
Katha chilo na
Aaj bhetor ghore dhowa thake
Tumi thako na
Amar laal ronga hridpindyo
Hoyteche kaalo
Kolijata jaak purey
Tobu tumi thako bhalo