Bengali love poem tumi for girlfriend. ভালোবাসার কবিতা প্রেমিকার জন্য ।
Poem: Tumi (তুমি)
Writer: Suman
Bengali love poem in bengali font:
তুমি ভোরবেলার শিউলি গন্ধ মেখেছো কি?
তুমি উদাস চোখে তারাদের পানে তাকে খুঁজেছো কি?
তুমি ভয় পাও এইবুঝি সে আসবে,
এসে তোমাকে একলা করে চলে যাবে ।
তোমার প্রিয় জিনিস,
কত হাত ঘুরে ডাস্টবিনে;
তবুও তুমি কাঁদোনি।
তুমি গাছেদের চোখে
ছায়া হয়ে থেকো,
তুমি পাখিদের মতো
ডানা মেলে ওড়ো ।
তুমি নদীর মোহনাতে সাগর মিশতে দেখেছো কি?
তুমি আধঘুমে প্রেমিকের ডাক শুনেছো কি?
তুমি ভয় পাও তাই প্রত্যাখ্যান মেনে নিয়ো,
কাটাকুটি খেলাতে তাকে জিতিয়ো ।
তোমার সাধের খেলনা ঘর,
কত ঝড় ঠেলে মাথা তুলে দাঁড়িয়ে;
তবুও তুমি হাসোনি।
তুমি মনের জানলা খুলে
হাওয়াতে কান পেতো,
তুমি বেতারের শেষ গানে
বেসুরে তাল দিয়ো ।।
Tumi bhorbelar shiuli gondho mekhecho ki?
Tumi udas chokhe tarader paane khunjecho ki?
Tumi bhoy pao ei bujhi sey asbe
Eshe tomake ekla kore chole jabe.
Tomar priyo jinish,
Koto haat ghure dustbin a;
Tobuo tumi kandoni.
Tumi gacheder chokhe
Chaya hoye theko
Tumi pakhider moto
Dana mele oro
Tumi nodir mohonate sagor mishte dekhecho ki?
Tumi adh ghume premiker daak shunecho ki?
Tumi bhoy pao tai protyakhyan mene niyo
Katakuti khelate taake jitio.
Tomar sadher khelna ghor
Koto jhor thele matha tule danrie
Tobuo tumi hasoni
Tumi moner janala khule
Hawate kaan peto
Tumi betarer shesh gaane
Besurey taal diyo.