Premikar shesh chithi bengali sad poem in bengali font

  Poem: premikar shesh chithi (প্রেমিকার শেষ চিঠি)
  Written by: Suman (সুমন)

  বাংলা দুঃখের কবিতা
  Bengali sad poem
  Bengali poem in Bengali font

  আমার মৃত্যু চেয়েছিল ।
  আমি মরে গেলে নাকি ও বেঁচে যায়,
  সত্যি কি তাই? 

  সেই যে লোডশেডিং এর রাতে তুই ভয় পেলি
  ফোনের এপ্রান্তে আমি জেগে ছিলাম
  নিঃস্তব্ধতার অলিগলিতে আমার আগমন;
  তোর পাশেই আছি- এই আশ্বাসে 
  তোর চোখে ঘুম নামলো ।
  আমার মৃত্যুতে এসব স্মৃতিরা
  ছাই হয়ে তোর জীবনেরও লেগে থাকা
  কিছু অংশকে আমার সাথেই উড়িয়ে দেবে
  নীল আকাশে । 

  যখন তুই একবার হেরে গিয়ে ভেঙে পড়লি
  নিজেকেও শেষ করে দিতে চাইলি
  তখনও তোকে আগলে রেখেছিলাম ।
  আর এখন আমার মৃত্যুতে
  তোর জীবনের সব পথ মসৃণ হয়ে যাবে?!
  যখন কেউ ছিল না তোর পাশে
  আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতিস 
  আর সেই আমি চলে গেলে 
  এ পৃথিবী ছেড়ে,
  তুই খুশি হবি? 

  তুই তো কবেই এ সম্পর্ক ভেঙেছিস
  আমিও আর তোর খোঁজ রাখি না
  কিন্তু আমার মৃত্যু চেয়ে তোর লেখা  শেষ চিঠি
  সত্যিই আমাকে কাঁদালো ।
  এতটা দূরে সরিয়ে দিয়েও তুই খুশি না
  আর আমিও তোর কাছে ফিরতে চাই না ।
  হয়তো এককালে তোর জন্য পাগল ছিলাম;
  বেঁচে থাকার একটা কারণ ছিলিস তুই ।
  তবে, শুধুমাত্র তোর জন্য এ জীবন টা শেষ করে দেবো
  এতটা  পাগল আমি না ।

  তোর লেখা শেষ চিঠিটা সযত্নে রেখেছি
  স্মৃতি গুলো প্রতি অক্ষরে জীবন্ত ।
  তোর কাছে আমি ভালো থেকে খারাপ হয়েছি
  কিন্তু তুই আমার কাছে আজও প্রাণবন্ত ।।