Piya re song lyrics movie piya re

Movie: Piya re
Song: Piya re
Singer: Asees Kaur
Music: Jeet Ganguly
Lyrics: Priyo


Piya re title track movie piya re 2018
Piya re song lyrics movie piya re

Piya re song review

পিয়া রে পিয়া রে
তোর কথা মন ভোলে না
কিছুতেই মন ভোলে না
ভুল স্রোতে ভাসা আমি এক নদী
তোকে ভালোবাসা ভুল হয় যদি
মনে শুধু আসে দোটানা

তোর কথা মন ভোলে না
কিছুতেই মন ভোলে না ।

কি করে বোঝাবো অবুঝ পিয়া
তোকে দেবার নয় এই ভাঙা হিয়া
কি করে বোঝাবো অবুঝ পিয়া
তোকে দেবার নয় এই ভাঙা হিয়া
আমি তো দিয়েছি তোর মনে ব্যথা

বারেবারে তবু কেন দিস দেখা
আরো বেশি আসে কান্না
তোর কথা মন ভোলে না
কিছুতেই মন ভোলে না ।

পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে
পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে
326404665953066090
326404665953066090