Movie: Oskar
Mon Jure Thakis song is sung By Rupam Islam. Music composed by Loy-Deep. Mon Jure Thakis song is from the movie Oskar. Mon Jure Thakis Lyrics. Mon Jure Thakis Oskar Lyrics.
Mon jure thakis song lyrics
Mon jure thakis song by Rupam Islam
এলোমেলো কিছু কল্পনা, নাকি স্বপ্ন, নাকি জল্পনা
ঘিরে থাকে, কেন আমাকে, জানি না
স্মৃতিভেজা ছবি বায়োস্কোপ
দেখেছো নাকি তুমি টেলিস্কোপে
চোখ রেখে আমাকে?!
জানি না ।
ভীষন রকম স্তব্ধতাতে
চিত্রনাট্য আড়িপাতে
নিয়ম মাফিক চলছে না এ সময়
ঘিরে বিষন্নতা
ভীষন রকম যন্ত্রণা তে
ভিজলে পাতা বইয়ের ফাঁকে
বন্দী ফ্রেমের ফন্দিতে
ডুবে যাচ্ছে এ জীবন ।
এলোমেলো এ সময়
ছুটে যায় নিরুপায়, অসহায়
এলোমেলো এ সময়
ছুটে যায় নিরুপায়, অসহায়
মন জুড়ে থাকিস
যত দূরে থাকিস
মন জুড়ে থাকিস অস্কার
মন জুড়ে থাকিস
যত দূরে থাকিস
মন জুড়ে থাকিস অস্কার ।
খুঁজে নেবো ঠিকই একদিন
গল্পেরা হলে খুব রঙিন
যত দূরে যাই, তবু ছুঁতে চাই
স্বপ্নেরই আলপনা ।
পর্দায় ছবি ভেসে যায়
আঁকিবুঁকি লিখে সরে যায়
ধুলো পড়া ফ্রেমে
ডুবে ছিল প্রেমে
ইচ্ছের-ই কল্পনা
ভীষন রকম স্তব্ধতাতে
চিত্রনাট্য আড়িপাতে
নিয়ম মাফিক চলছে না এ সময়
ঘিরে বিষন্নতা
ভীষন রকম যন্ত্রণা তে
ভিজলে পাতা বইয়ের ফাঁকে
বন্দী ফ্রেমের ফন্দিতে
ডুবে যাচ্ছে এ জীবন
এলোমেলো এ সময়
ছুটে যায় নিরুপায়, অসহায়
এলোমেলো এ সময়
ছুটে যায় নিরুপায়, অসহায়
মন জুড়ে থাকিস
যত দূরে থাকিস
মন জুড়ে থাকিস অস্কার
মন জুড়ে থাকিস
যত দূরে থাকিস
মন জুড়ে থাকিস অস্কার ।
Elomelo Kichu Kolpona
Naki swopno, naki Jolpona
Ghire thake keno amake janina
Smriti veja chhobi bioscope
Dekhecho naki tumi telescope a
Chokh rekhe amake
Janina
Bhison rokom stobdhota te
Chitro natyo aari paate
Niyom mafik cholche na e somoy
Ghire bishonnota
Bhison rokom jontrona te
Bhijle paata boi er phake
Bondi frame er phondi te
Dube jachhe e jibon
Elomelo e somoy
Chhute jay nirupay, osohay
Mon jure thakis
Joto dure thakis
Mon Jure Thakis Oskar